শেষ আপডেট: 4th July 2023 06:43
দ্য ওয়াল ব্যুরো: পাবজি খেলতে গিয়ে প্রেম! আর সেই প্রেমে পরেই সীমানা পার করলেন চার সন্তানের মা। পাকিস্তান থেকে চলে এলেন গ্রেটার নয়ডায়। শাহরুখের ছবিতে একসময় দেখা গিয়েছিল, এক ভারতীয় তরুণ পাকিস্তানি তরুণীর প্রেমে পড়ে সেদেশে গিয়েছিলেন। এবার সেরকমই ঘটনা বাস্তবে ঘটল, তবে ঠিক উল্টো। কিন্তু সেই সিনেমার মতোই এই প্রেমের পরিণতিও বিশেষ সুখের হল না।
বেআইনিভাবে চার সন্তানকে নিয়ে ভারতে থাকার অভিযোগে ওই পাক তরুণীকে আটক করেছে পুলিশ। গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিয়াঁ জানিয়েছেন, পাবজি খেলার সূত্রেই গ্রেটার নয়ডার বাসিন্দা শচীনের সঙ্গে আলাপ হয় সীমা নামের সেই পাক তরুণীর। ধীরে ধীরে দু'জনের বন্ধুত্ব প্রগাঢ় হয়। বন্ধুত্বের পরিণতি হয় প্রেম। শেষে প্রেমিকের সঙ্গে সংসার পাতার স্বপ্ন নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন তিনি। সঙ্গে আনেন চার সন্তানকেও।
এদিকে প্রেমিকার এমন কীর্তিকলাপের কথা প্রথম থেকেই জানতেন শচীন। গ্রেটার নয়ডায় একটি বাড়ি ভাড়া নিয়ে সীমার সঙ্গে থাকতে শুরু করেন তিনি। কিন্তু তাঁদের কাছে সেখানে থাকার উপযুক্ত কোনও কাগজপত্র ছিল না। এরপর সেই অভিযোগেই পুলিশ গিয়ে সেখান থেকে সীমাকে আটক করে। এর পাশাপাশি তরুণীর চার সন্তান এবং প্রেমিককেও আটক করেছে পুলিশ। তরুণী ও তাঁর সঙ্গীকে বর্তমানে জেরা করছে পুলিশ।
শুধুই কি প্রেমের টানে এদেশে চলে এসেছেন সীমা? নাকি রয়েছে অন্য কোনও মতলব? ঠিক কোন উদ্দেশ্য রয়েছে তাঁর, তা জানার চেষ্টা করছে পুলিশ। আপাতত তদন্তকারীরা জানতে পেরেছেন যে, গত মে মাসে ওই তরুণী পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন। তারপর বাসে চেপে গ্রেটার নয়ডা পৌঁছান। ওই ভাড়াবাড়ির মালিক ব্রীজেশ জানান, তাঁরা দাবি করেছিলেন যে, কিছুদিন আগেই তাঁরা রেজিস্ট্রি করে বিয়েও করেছেন। তবে পরে তিনি জানতে পারেন, ওই তরুণী আদতে পাকিস্তানের বাসিন্দা।
২৫ মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা! আলাপ্পুঝার বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা