শেষ আপডেট: 1st April 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: রমজানের (Ramadan) শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। করাচিতে সরকারি রেশন সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট (stampede) হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশু এবং মহিলারাও।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। জানা গেছে, রমজান মাস উপলক্ষে একটি দোকান থেকে রেশন দেওয়া হচ্ছিল। সংগ্রহ করার জন্য সেখানে ভিড় জমিয়েছিলেন মানুষজন। সেই সময় রাস্তায় একটি বিদ্যুৎবাহী তার পড়ে ছিল, যেটি লক্ষ্য না করে পা দিয়ে মাড়িয়ে ফেলেন কয়েকজন। দুজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে সকলকে ধাক্কাধাক্কি করে যে যেদিকে পারেন ছুটতে শুরু করেন। এতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।
ধাক্কাধাক্কির মাঝে পাশে থাকা নর্দমার দেওয়াল ভেঙে সেখানে পড়ে যান দুজন মহিলা এবং দুই শিশু। কিয়ামারি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যু হয়েছিল পদপিষ্ট হয়ে। আহত হয়েছিলেন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আরও এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মোট তিনটি শিশু রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে পেরে করাচির পুলিশ কমিশনার মহম্মদ ইকবাল মেমনের কাছ থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। দুর্ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে তিনি জানিয়েছেন, রেশন বিতরণ এবং যে কোনও এই ধরনের জে কোনও সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে আগে কথা বলে নেওয়া উচিত।
প্রসঙ্গত, পাকিস্তানে অর্থনৈতিক সংকট ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। এর আগে একাধিকবার রেশন বিলি করার জায়গায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পাঞ্জাব প্রদেশে সরকারি আটা বিতরণ কেন্দ্রে একইভাবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল আগে। শুক্রবারের এই ঘটনা মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩।