শেষ আপডেট: 30th August 2023 16:59
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup) প্রথম ম্যাচে দুধের শিশু নেপালকে ২৩৮ রানে হারাল পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে মুলতানে তারা নেপালকে অলআউট করে দিয়েছে ১০৪ রানে। প্রথমে ব্যাটিং নিয়ে পাক দল করেছিল ৩৪২/৬।
এই ম্যাচে পাক দল বুঝিয়ে দিয়েছে কেন তারা বিশ্বের একনম্বর ওয়ান ডে দল। তাদের অধিনায়ক বাবর আজম এদিন ১৩১ বলে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। বাবরের ওয়ান ডে-তে মোট ১৯টি সেঞ্চুরি হয়ে গেল। তাঁর সামনে রয়েছেন শুধু সঈদ আনোয়ার (২০টি সেঞ্চুরি)। পাশাপাশি পাক দলের ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ইফতিকার আমেদ ১০৯ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে রয়েছে ১১টি চার ও চারটি ওভার বাউন্ডারি।
৩৪৩ রানের পাহাড়সমান লক্ষ্য নিয়ে শুরুতেই পাক বোলারদের তোপের মুখে পড়ে নেপাল। ১৪ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। জোড়া বাউন্ডারি খেয়ে শুরু করা শাহিন আফ্রিদি নিজের প্রথম ওভারের শেষ দুই বলে নিয়েছেন উইকেট।
পাক দলের হয়ে চারটি উইকেট নিয়েছেন শাদাব খান। দুটি করে উইকেট শিকার শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
মুলতানে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান (১৪)। পরের ওভারে ইমাম উল হক হন রানআউটের শিকার (৫)। ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তারপর বাবর ও ইফতিকার দলকে টানেন।
আরও পড়ুন: ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল সমর্থকহীন! বর্ণবৈষম্যের বড় অভিযোগ আনল নর্থ ইস্ট