শেষ আপডেট: 14th September 2023 06:35
দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়া কাপে প্রায় প্রতিদিনই সমস্যায় ফেলেছে বৃষ্টি। কিছু ম্যাচ এই কারণে বাতিলও হয়েছে। ভারত পাকিস্তান (Pakistan) গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়েছিল বৃষ্টির কারণেই। এই সময় শ্রীলঙ্কায় (Srilanka) ভরা বর্ষার মরশুম। যার জন্য এশিয়া কাপে (Asia cup) বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
পয়েন্টের বিচারে পাক ও শ্রীলঙ্কা দল দুটি দলই এক বিন্দুতে রয়েছে। কিন্তু রান রেট ভাল ঘরের দলের। শ্রীলঙ্কার (-০.২০০) রান রেট অনেক ভাল বাবর আজমদের (-১.৮৯২) থেকে। সেক্ষেত্রে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল কপাল পুড়বে পাক দলের।
এদিনের কলম্বোর আবহাওয়ার যা পূর্বাভাস তাতে ৮৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খেলা যদি শুরুও হয় সেটি শেষ পর্যন্ত হবে কিনা তাও প্রবলভাবে অনিশ্চিত।
পাকিস্তান ভারতের কাছে ২৩৮ রানে হেরে গিয়ে আরও সমস্যায় পড়েছে। শ্রীলঙ্কাও রোহিতদের কাছে হারলেও যথেষ্ট লড়াই করেছে। ওই ম্যাচই পাক দলের কাছে টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। তাই আজ জিততেই হবে বাবরদের।