শেষ আপডেট: 20th April 2023 09:27
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে সম্প্রতি সময়ে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে চাপানউতোর চলছে। এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না যাওয়া, পাল্টা ওয়ান ডে বিশ্বকাপ ভারতে না আসার হুমকি--- সবমিলিয়ে পরিস্থিতি খুব একটা ভাল নয়। তারমধ্যে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক বিশ্বজনবিদিত।এই আবহে ভারতে আসছেন পাকমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto)।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সময় ভারতে এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেই সময় দু'দেশের সম্পর্কের উন্নতি নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। কিন্তু বাস্তবে সেই ছবি দেখা যায়নি। পুলওয়ামা হামলা, ভারতের এয়ার স্ট্রাইক সবমিলিয়ে দু'দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
সেই শেষ, ২০১৪-র পর ফের কোনও পাকমন্ত্রী ভারতে আসছেন। পাক বিদেশমন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে, আগামী মে মাসে সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসছে মন্ত্রী বিলাওয়াল ও পাক প্রতিনিধি দল। আগামী ৪-৫ মে গোয়াতে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে একাধিক ঘটনার কারণে সম্পর্কের ক্রম অবনতি ঘটেছে। বালাকোট, উরি ছাউনিতে হামলা ইত্যাদি নিয়ে দু'দেশের মধ্যে সংঘাত রয়েইছে। তারমধ্যে আছে কাশ্মীর ইস্যু।
তবে এই ক'বছরে কয়েকটি বিষয় ঘটেছে যা ইতিবাচক বলে মনে করছেন কূটনৈতিক মহল। যেমন, করতারপুর করিডোরের মাধ্যমে পাকিস্তানে যেতে পেরেছেন কয়েক হাজার শিখ পুণ্যার্থী। এদিকে মধ্যপ্রাচ্যের এক দেশে বসে ব্যাকচ্যানেলিং বৈঠকের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে সংঘর্ষ বিরতির পথে এগিয়েছে দুই দেশ।
সমলিঙ্গের বিয়ে: প্রধান বিচারপতির কথায় আশার আলো দেখছেন মামলাকারীরা, কী বলেছেন চন্দ্রচূড়