শেষ আপডেট: 6th September 2023 17:56
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় লাহোরের মাঠে বাতিস্তম্ভের আলোগুলি নিভে গিয়েছিল। সেইসময় হতবাকের মতো মাঠের মধ্যে দাঁড়িয়েছিলেন পাক ব্যাটাররা। হয়তো ভাবছিলেন খেলা ফের শুরু না হলে তাদের ব্যাটারদের ব্যাটিংটাই হবে না। আলোও ফের জ্বলল। মনোসংযোগের অভাবে বাবর এসেই উইকেট দিলেন তাসকিনের বলে বোল্ড হয়ে। কিন্তু তাতে পাক দলের জয় পেতে সমস্যা হয়নি। বরং সাত উইকেটে বাংলাদেশকে (Bangladesh) এশিয়া কাপের (Asis cup) সুপার ফোরের প্রথম ধাপে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল পাকিস্তান (Pakistan)। তারা জিতে মাঠ ছাড়ল ৬৩ বল আগেই।
বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ৩৮.৪ ওভারে ১৯৩ রান। বিনিময়ে পাক দল ৩৯.৩ ওভারে ১৯৪/৩ করে ম্যাচ জিতে গিয়েছে। বাংলাদেশের হয়ে রান পেয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান (৫৩), মুশফিকুর রহিম (৬৪)। না হলে বাকিদের মধ্যে কেউ তেমন সফল নন। পাক বোলারদের মধ্যে বিধ্বংসী ছিলেন দুই পেসার হ্যারিস রউফ (৪/১৯), নাসিম শাহ (৩/৩৪)।
আলো বিভ্রাটের পরেও পাক ব্যাটারদের মধ্যে বিপক্ষ দলের প্রতি নির্দয় ছিলেন ইমাম উল হক, যিনি করেছেন ৮৪ বলে ৭৮ রান। যার মধ্যে মেরেছেন ৫টি চার ও চারটি ছয়। মহম্মদ রিজওয়ান করেন ম্যাচ জেতানো ৬৩ রান। তিনি শেষমেশ আগা সলমানের সঙ্গে অপরাজিত থাকেন।
সুপার ফোরের শুরুতেই দারুণ ছন্দে ওয়ান ডে তালিকার শীর্ষে থাকা দল পাকিস্তান। তাদের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে, সেটি তারা খেলবে কলম্বোর মাঠে। কিন্তু সেদিন বৃষ্টিতে খেলা বাতিল হলে একরকম, না হলে ভারতীয় দলকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে বাবরদের নিয়ে। তাদের ব্যাটিং ও বোলিং পরীক্ষিত হয়ে গিয়েছে।
রবিবার ভারত-পাক ম্যাচ ঘিরেও সংশয়, লাহোরে বাবরদের খেলা বন্ধ অন্য কারণে