শেষ আপডেট: 26th September 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাজ্যে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। এদিন দুপুরে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের রূপালি শস্য নিয়ে ভারতে প্রবেশ করে দুটি ট্রাক।
আগামীকাল শুক্রবার থেকেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে দেখা মিলবে ইলিশের। তবে ঘোষণার তুলনায় কিছুটা কম পরিমাণ ইলিশ পাঠানো হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর।
গতবারেও দুর্গা পুজোর আগে বাংলাদেশ থেকে ৫ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ইউনুসের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আখতার গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগে ভারতে কোনও ইলিশ পাঠানো হবে না। পরিষ্কার ভাবে জানিয়েছিলেন, "ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। দেশের মানুষের চাহিদা মিটলে তারপরে রফতানির কথা ভেবে দেখা যাবে।"
বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতে হইহই পড়ে গিয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সেকারণেই অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও জল্পনা হয়েছিল বিভিন্ন মহলে। এরপরই গত ২১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছিল, দুর্গাপুজোর আগে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো হবে।
তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ৩ হাজার টন নয়, সাকুল্যে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানি করা হচ্ছে। এদিন পেট্রাপোল সীমান্ত থেকে ইলিশ সংগ্রহের পর মাছ ব্যবসায়ীরা অবশ্য জানিয়েছেন, পরিমাণে কিছুটা কম হলেও এবারের ইলিশগুলি সাইজে বেশ বড়।
ফলে দাম নিয়ে কৌতূহল তৈরি হয়েছে আমজনতার মধ্যে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, একেকটি ইলিশের ওজন ১ কেজির ওপরে। আবার মরসুমের শেষ ইলিশ হওয়ায় চাহিদাও তুঙ্গে। ফলে দাম বেশ কিছুটা বেশিই হবে।
জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ, হাওড়া, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারে পাওয়া যাবে মরসুমের শেষ বাংলাদেশি ইলিশ। শুক্রবারই তা পৌঁছে যাবে খুচরো বাজারেও।
অগত্যা, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ইলিশের গন্ধে ম ম করবে বাঙালির রান্নাঘর।