শেষ আপডেট: 14th January 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: এবারের গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হবে বলে আগে থেকেই দাবি করেছে রাজ্য সরকার। এই কদিনে ভক্ত সমাগম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে বুধবারই সংখ্যাটা ১ কোটি ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার ৮৫ লক্ষের বেশি মানুষ গঙ্গাস্নান সেরে ফিরে গেছেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এত ভিড়ের মধ্যেও ভক্তদের সুরক্ষায় কড়া নজর রেখেছে সরকার। কারও কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।
মঙ্গলবারই গঙ্গাসাগরে পূণ্যস্নান করতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ৭৬ বছর বয়সী ঝাড়খণ্ডের বাসিন্দা রমেশ দুবে। শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তিকে দুপুরেই গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে গ্রিন করিডোর করে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, লাখান সিং নামে ৭৫ বছর বয়সি মধ্যপ্রদেশের এক বাসিন্দাকেও একইভাবে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাওড়ায় নিয়ে আসা হয় এবং এখান থেকে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সহায়তায় ১৪২টি সমাজসেবী সংগঠনের ১০ হাজারের বেশি সমাজসেবক দিনরাত কাজ করে চলেছেন। এছাড়া তিনি 'ই-পরিচয়', 'ই-অনুসন্ধান', 'বন্ধন' সহ একাধিক প্রকল্পের কথা আরও একবার মনে করিয়ে দেন।
পুণ্যার্থীদের সুরক্ষার্থে ১৩ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ৪৪টি ওয়াচ টাওয়ার, ১৮টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম, ৫০টি ফুট পেট্রোলিং টিম, ১৮টি মিসিং পার্সন স্কোয়াড, ২টি স্নিফার ডগ, ২৮টি রিভার পেট্রোলিং টিম, ২৩টি কো-অর্ডিনেশন টিম দিন-রাত মেলা নিরাপত্তার দায়িত্বে থাকছে।