শেষ আপডেট: 10th December 2022 10:34
দ্য ওয়াল ব্যুরো: সেদিনই বাগদান হওয়ার কথা ছিল ২৪ বছর বয়সি দন্ত চিকিৎসকের। কিন্তু তার ঠিক আগেই অন্তত জনা চল্লিশেক লোক হুড়মুড়িয়ে ঢুকে এল বাড়িতে (40 Men Barge Into Telangana Dentist's Home)। সকলের চোখের সামনে দিয়ে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে চলে গেল (kidnap) তরুণীকে! ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য, যা দেখে কার্যত বাকরুদ্ধ নেটিজেনরা।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদের কাছে আদিবাতলা গ্রামে। বৈশালী নামে ২৪ বছর বয়সি ওই তরুণী পেশায় একজন দন্ত চিকিৎসক। শুক্রবার তাঁর বাগদান হওয়ার কথা ছিল অন্য এক যুবকের সঙ্গে। তরুণীর বাবা মা জানিয়েছেন, অন্তত ১০০ জন যুবক তাঁদের বাড়িতে ঢুকে এসে ভাঙচুর শুরু করে, এবং তাঁদের মেয়েকে তুলে নিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জনা তিরিশেক লোক হঠাৎই ঢুকে পড়ে বৈশালীর বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির কাচ ভাঙতে দেখা যায় তাদের। এছাড়াও বাড়ির ভিতর থেকে এক যুবককে টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে লাঠি এবং রড দিয়ে তাঁকে মারতেও দেখা যায় ওই গুন্ডাদের।
https://twitter.com/ANI/status/1601407392570232832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1601407392570232832%7Ctwgr%5E6b02cc5491b81254a597eb90c32c612fb3395278%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fvideo-mob-barges-into-house-kidnaps-24-year-old-woman-in-broad-daylight-3594642
এই ঘটনায় নবীন রেড্ডি নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তরুণীর বাবা-মা। তাঁরা জানিয়েছেন, নবীন দীর্ঘদিন ধরেই বৈশালীকে বিয়ে করতে চেয়ে তাঁকে উত্যক্ত করে আসছিল। এমনকী, বৈশালীর বাড়ির ঠিক উল্টোদিকেই একটি ব্র্যান্ডেড চায়ের কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়ে ক্যাফে খুলে বসেছিল নবীন। সেই ক্যাফের কাচের দেওয়ালের মধ্যে দিয়ে সর্বক্ষণ সে নজরে রাখতে বৈশালীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ব্যাডমিন্টন কোর্টে দেখা হয়েছিল নবীন এবং বৈশালীর। সেখান থেকে দুজনের বন্ধুত্ব তৈরি হয়। নবীন বৈশালীকে একটি গাড়িও কিনে দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। পরে তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় নবীন। কিন্তু বৈশালী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বৈশালীকে উত্ত্যক্ত করতে শুরু করে অভিযুক্ত। বৈশালী তাঁকে 'স্টক' করার অভিযোগে নবীনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
এরপর, শুক্রবার অন্য এক যুবকের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল বৈশালীর। তা জানতে পেরেই বৈশালীকে অপহরণ করবে বলে মনস্থির করে নবীন। সে তার ক্যাফের কর্মীদের বলে, তার 'স্ত্রী' তার সঙ্গে থাকতে চাইছে না তাই সে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে চায়। এরপরেই ৪০ জন ছেলেকে নিয়ে বৈশালীর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে অপহরণ করে অভিযুক্ত।
তরুণীর পরিবারের অভিযোগে সঙ্গে সঙ্গেই তাঁকে খুঁজতে বের হয় পুলিশ। যদিও অপহরণের কিছুক্ষণের মধ্যে নিজেই বৈশালীকে মুক্তি দেয় অভিযুক্ত। ছাড়া পাওয়ার পরে বাবা মাকে ফোন করে পুরো ঘটনা জানান তরুণী। এরপর পুলিশ এসে উদ্ধার করে তাঁকে।
ঘটনায় ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত নবীন এখনও পলাতক বলে জানা গেছে। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্বামী ঝুলছেন গাছ থেকে, অদূরেই পড়ে স্ত্রীর নিথর দেহ! বিয়েবাড়ি থেকে ফেরার পথে দম্পতির রহস্যমৃত্যু