শেষ আপডেট: 9th June 2023 03:46
বিমান দুর্ঘটনায় বেঁচেছিলেন ট্রেভিস, ওভালের নায়ক বিয়ে করেছিলেন বাচ্চা কোলে নিয়েই
দ্য ওয়াল ব্যুরো: ওভালে ভারতীয় দলকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন ট্রেভিস হেড। ব্যাটিং অর্ডারে পাঁচে নেমে তিনি করেছিলেন ১৭৪ বলে ১৬৩ রান। ইনিংসে ছিল ২৫টি বাউন্ডারি, একটি ছক্কাও। ট্রেভিসের ব্যাটিং দেখে কমেন্ট্রি বক্সে সানি শুনিয়েছিলেন ওই লাইন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। মানে মাথা, আর অদ্ভুতভাবে ট্রেভিসের পদবীও হল হেড!
২৯ বছরের এই অজি ব্যাটারের এই নিয়ে কেরিয়ারে টেস্টে ছয়টি সেঞ্চুরি হয়ে গেল। তিনি দলের মধ্যে সবচেয়ে চনমনে এক ক্রিকেটার, যাঁর জীবনটাও বেশ চমকপ্রদ। তিনি এমন এক ক্রিকেটার, যিনি সব সফরে নিয়ে যান স্ত্রী জেসিকা ও ছোট্ট সন্তান মিলিকে। তাঁরা নাকি ট্রেভিসের কাছে খুব পয়া। তাই নিজের পয়সায় পুরো পরিবার নিয়ে ভ্রমণ করেন।
ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা হলেন নামী পেশাদার মডেল। সোশ্যাল সাইটে জেসিকার ছবিতে আগুন জ্বলে যাবে। এতটাই গ্ল্যামারার্স ও লাস্যময়ী যে জেসিকার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দেড় মিলিয়ন মানুষ। এমনকী অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও জেসিকার ফলোয়ার্স তালিকায় রয়েছেন।
ট্রেভিসের বাল্যকালের বান্ধবী জেসিকা। তাঁরা পাঁচবছর লিভ টুগেদার করার পরে বিয়ে করেছেন গত ১৫ এপ্রিলে। সেদিন ট্রেভিসের বিয়ের অনুষ্ঠানে তাঁর কন্যা সন্তানও ছিলেন। ট্রেভিস বাচ্চা কোলে নিয়েই বিয়ে করেন। তাঁদের সন্তান হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে।
ট্রেভিস যেমন ব্যাটার হিসেবে অসম সাহসী, তেমনি বাস্তব জীবনেও তাই। ট্রেভিস ও তাঁর পুরো পরিবার অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় বিমান দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বিমানের সব যাত্রীরা অসহায়ভাবে বসেছিলেন। সেইসময় ট্রেভিস তাঁদের শান্ত করেন, আর বিমান চালকের কাজটি সহজ করে দিয়েছিলেন। ওভালের মাঠেও ট্রেভিস পথ দেখিয়েছেন দলকে, সতীর্থরাও যোগ্য মর্যাদা দিয়েছেন তাঁর লড়াইয়ের।