Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার

রেড রোডে দুর্গা দালান, এ বারের কার্নিভালে থিমের ছোঁয়া নবান্নের

রফিকুল জামাদার পুজোর কটা দিন গোটা কলকাতা আলোর সাজে সেজে উঠেছে। তবে পুজোর কদিন পরেই সকলের নজর পড়বে রেড রোডের উপর। কারণ, আগামী ২৩ অক্টোবর দুর্গা পূজা কার্নিভাল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত সংবাদ মাধ্যমের লেন্সের ফোকাস সেদিন থাকবে রেড র

রেড রোডে দুর্গা দালান, এ বারের কার্নিভালে থিমের ছোঁয়া নবান্নের

শেষ আপডেট: 11 October 2018 13:00

রফিকুল জামাদার

পুজোর কটা দিন গোটা কলকাতা আলোর সাজে সেজে উঠেছে। তবে পুজোর কদিন পরেই সকলের নজর পড়বে রেড রোডের উপর। কারণ, আগামী ২৩ অক্টোবর দুর্গা পূজা কার্নিভাল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত সংবাদ মাধ্যমের লেন্সের ফোকাস সেদিন থাকবে রেড রোডের ওপর। এই থিম ও ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাকেই রূপ দিতে সব ধরনের প্রস্তুতি সেরেছে পর্যটন বিভাগ। কী থাকছে এ বারের কার্নিভালে? পর্যটন দফতরের এক শীর্ষকর্তায় কথায়, পুরনো রাজবাড়ীর আদলে তৈরি হচ্ছে মূল মঞ্চ। যার দালানের একদিকে বসবেন বিদেশি পর্যটকেরা। আর একদিকে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা। প্রদর্শিত হবে কলকাতার ৭৫টি  বড় পুজো। যে পুজোগুলি এ বারের বিশ্ববাংলা শারদসম্মানে সম্মানিত হবে। https://www.youtube.com/watch?v=-dOkAW5mM7I&feature=youtu.be মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৭ থেকেই রেড রোডকে পুজোর সময় আলোয় মুড়ে ফেলা হচ্ছে। আলোর সাজে তুলে ধরা হবে রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, শিশু সাথী, খাদ্যশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে। এছাড়াও বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি ও শিল্প ভাবনাকে। যেহেতু আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভাল নয় তাই দর্শকদের কথা মাথায় রেখে রেড রোডের দুধারে তৈরি হচ্ছে শেড দিয়ে বসার জায়গা। রাস্তার দুধারে বসেই পর্যটকরা দেখতে পাবেন কলকাতার সেরা পুজোগুলি। শুধু মূল মঞ্চ রাজবাড়ীর আদলে নয়, মূল মঞ্চের উল্টোদিকে আরো একটি দালান তৈরি হচ্ছে সেটিও পুরনো বাড়ির দালানের আদলেই। সেখানে বসবেন কার্নিভালে আসা বিশিষ্ট অতিথিরা। একসঙ্গে সব সেরা পুজো দেখতে যেতে হচ্ছে ওই দিন রেড রোডে।

ভিডিও স্টোরি