শেষ আপডেট: 3rd October 2024 00:03
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতা উদয়ের পথে আয়োজিত 'আদরের উৎসব ২০২৪'-এ বুধবার চতুর্থ তথা শেষ পর্যায়ে হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষদের মধ্যে জামাকাপড়, ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হল। চারটি পর্যায়ে মোট ৮০০ জন মা এবং তাদের ছেলে মেয়েদের হাতে আদরের উৎসবের কিট তুলে দেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরেই এমন প্রচেষ্টা নিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এই উদ্যোগে পাশে রয়েছেন প্রাক্তন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়। যিনি এই সংস্থার অন্যতম শীর্ষ আধিকারিক। এছাড়াও বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক দেবশঙ্কর হালদারও পাশে এসে দাঁড়িয়েছেন।
উৎপল বিভিন্ন জেলায় গিয়ে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থেকেছেন। এমনকী কলকাতায় তাঁকে এই বিষয়ে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। পাশাপাশি এই উদ্যোগে ছিলেন সঞ্জয় ঘোষ ওরফে বাপ্পা। যিনি এই সংস্থার প্রধান চালিকশক্তি। যিনি আবার মোহনবাগান ও ভবানীপুর ক্লাবের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
উদয়ের পথে সংস্থা সারা বছর নানা সমাজসেবা মূলক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে। তারা রক্তদান শিবির থেকে শুরু করে বিজ্ঞান মেলা আয়োজন করে থাকে।
এবার উৎসবের আগে প্রান্তিক মানুষদের পাশে থেকে তাঁদের হাতে জামা কাপড় তুলে দিয়ে তাদের মুখে হাসি ফেরাতে সক্ষম হয়েছে। উৎসব সবার, আনন্দও, এই বার্তা সামনে রেখে এই নামী সংস্থা এগিয়ে চলেছে।