শেষ আপডেট: 22nd March 2019 03:01
দ্য ওয়াল ব্যুরো: মানুষের হিংসার মর্মান্তিক শিকার হল একটি ওরাংওটাং। জানা গিয়েছে, তার গায়ে লাগাতার ৭৪টি পেলেট ছুড়েছে চোরাশিকারির দল! তার কোলে ছিল এক মাসের ছানা। গুলির আঘাতে মারা গিয়েছে সে। আর তার মায়ের দু'চোখ অন্ধ হয়ে গিয়েছে।
ইন্দোনেশিয়ার আচে প্রদেশের জঙ্গলে থাকত 'হোপ' অর্থাৎ আশা নামের ওই ওরাংওটাং। কিন্তু সে কখনওই আশা করেনি, মনুষ্য প্রজাতির হাতে এই ভাবে অত্যাচারিত হতে হবে তাকে, এতটা ক্রূরতার শিকার হতে হবে।
[caption id="attachment_88802" align="aligncenter" width="1000"] অসহায়।[/caption]
পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে নিজেদের মধ্যে গুলির লড়াই করতে করতে হঠাৎই আচে প্রদেশের ওই জঙ্গলে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ওই জঙ্গলটি ওরাংওটাংদেরই মুক্তাঞ্চল বলে পরিচিত। সেখানেই থাকত 'হোপ' নামে একটি ওরাংওটাং, এবং তার শিশু সন্তান। দুষ্কৃতীদের মুখে পড়ে গিয়ে গুলিতে আহত হয় হোপ। একটা, দু'টো নয়। একে একে তার গায়ে লাগে ৭৪টি ছররা গুলি। সঙ্গেই ছিল কোলের বাচ্চা। আঘাত লাগে তারও। এরপর ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে হোপ এবং তার সন্তান।
পরের দিন জঙ্গলে রুটিন তল্লাশি চালাতে যান বনকর্মীরা। তখনই মা ও ছানা ওরাংওটাংকে ওই অবস্থায় দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে উত্তর সুমাত্রার পশু পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। তবে শেষরক্ষা হয়নি। শরীরে অত আঘাত, তীব্র গরম, জল নেই, খাবার নেই-- সব মিলিয়ে ওই পরিস্থিতি থেকে আর বাঁচানো যায়নি ছোট্ট এক মাসের ছানাটিকে।
[caption id="attachment_88801" align="aligncenter" width="600"]
সুমাত্রা কেন্দ্রে চলছে চিকিৎসা।[/caption]
বাচ্চাটি কিছু ক্ষণের মধ্যেই মারা যায়। তার মা হোপের চিকিত্সা শুরু হয়। চিকিৎসা শুরু করে, হোপের এক্স রে রিপোর্ট দেখে তো চিকিত্সকদের চোখ চড়কগাছ। তার বাঁ চোখে চারটি এবং ডান চোখের ভিতরে দু'টি ছররা গুলি ঢুকে রয়েছে বলে দেখা যাচ্ছে। যার ফলে মা ওরাংওটাংয়ের ডান চোখটি একেবারে অন্ধ হয়ে গিয়েছে। বাঁ চোখেও দেখতে পাচ্ছে না সে, তবু ফিরলেও ফিরতে পারে দৃষ্টি।
[caption id="attachment_88805" align="aligncenter" width="700"]
এ ভাবেই সারা শরীরে বিঁধে রয়েছে গুলি, অন্ধ হয়ে গিয়েছে চোখ।[/caption]
দৃষ্টি ফেরাতে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা সফল হবে কি না, তা নিয়ে সন্দিহান চিকিত্সকরা। তবু ওরাংওটাংয়ের অন্তত একটি চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে তাঁদের চেষ্টার অন্ত নেই।
[caption id="attachment_88803" align="aligncenter" width="1200"]
অস্ত্রোপচার করা হবে চোখের দৃষ্টি ফেরাতে।[/caption]
এমনিতে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে বহু ওরাংওটাং রয়েছে। সে দেশে বন্যপ্রাণ সচেতনতা অনেক বেশি। তা সত্ত্বেও তাদের জন্য খুব একটা নিরাপদ আশ্রয় হিসেবে আর থাকছে না এই দেশ। জঙ্গল কেটে ফেলা ছাড়াও চোরাশিকারিদের এমন দাপটে ক্রমেই কমছে ওরাংওটাংদের সংখ্যা।
তার উপর হোপ এবং তার সন্তানের এই করুণ পরিণতি উদ্বেগ বাড়িয়ে তুলছে পশুপ্রেমী ও বনকর্মীদের।
আরও পড়ুন...
https://www.four.suk.1wp.in/news-youtuber-forced-her-adopted-kids-to-perform-kept-them-locked-for-days/