শেষ আপডেট: 22nd August 2022 16:06
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে অ-কাশ্মীরিদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দেওয়ার বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা (Jammu-Kashmir Election)। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) বাড়িতে আজ বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে কথা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে মামলা করা হবে। প্রবীণ নেতা হিসাবে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক মামলা দায়ের করবেন বলে প্রাথমিক কথা হয়েছে। বৈঠকে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা, সিপিএম, জনতা দল ইউনাইটেড এবং আকালি দল অংশ নেয়।
জম্মু-কাশ্মীরে ডিসেম্বর নাগাদ বিধানসভার ভোট করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেখানে ভোটার তালিকায় প্রায় ২৫ লাখ অতিরিক্ত ভোটারের নাম যুক্ত হতে পারে বলে ওই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার গত সপ্তাহে ঘোষণা করেছেন। সেই সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে কর্মরত সেনা, আধা সেনা এবং অন্যান্যদের এবার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। বিজেপি ও স্থানীয় প্রশাসনের বক্তব্য, ভোটার বৃদ্ধির আসল কারণ জম্মু-কাশ্মীরের জনসংখ্যার চরিত্র বদল ঘটেছে। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, বহিরাগতদের ভোটার করে বিজেপি জন্মু-কাশ্মীরের দখল নিতে চাইছে।
ফারুক বলেন, জন্মু-কাশ্মীরকে বহিরাগতদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার ২৫ লাখ ভোটার বাড়বে, পরেরবার ৫০ লাখ, তারপর এক কোটি, এইভাবে গোটা রাজ্যটাকে বিজেপি বাইরের লোকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগচ্ছে।
বিজেপি কি ৪০ হাজারে পিছিয়ে গেল তৃণমূলের থেকে? মমতার ‘চমকে’ ‘রাবড়ি’ তর্ক বাংলাতেও