দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও।
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 12 June 2025 06:18
দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার অশান্ত হয়ে ওঠে মহেশতলা ( Maheshtala)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। বৃহস্পতিবার সকালেও এলাকায় পুলিশি টহল চলছে। বুধবারের ঘটনার জেরে এদিন এলাকার পরিস্থিতি থমথমে।
এমন পরিস্থিতিতে মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition leader, Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, "এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ধুলিয়ানে পুলিশ আমাদের অনুমতি দেয়নি। এক্ষেত্রে অনুমতি না দিলে অলআউট প্রতিবাদে যাব।"
মহেশতলার ঘটনার প্রতিবাদে এ দিন দুপুর একটায় রাজ্যপালের কাছে যাবেন বিরোধী দলনেতা। শুভেন্দু জানান, এ ব্যাপারে আদালতেও তাঁরা গিয়েছিলেন। বিচারপতি তাঁদের ফাইল জমা দিতে বলেছেন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, এলাকার আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে যেতে চান। তিনি একজন বিধায়ককে নিয়ে ওই এলাকায় যেতে চান। এ ব্যাপারে তাঁকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হোক।
তবে পুলিশ সূত্রের খবর, এই মুহূর্তে এলাকায় উত্তেজনা রয়েছে। বিরোধী দলনেতা ঘটনাস্থলে গেলে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তাছাড়া এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা (অতীতে যা ১৪৪ ধারা ছিল) জারি রয়েছে। সেক্ষেত্রে কোনও ধরনের জমায়েত করা যাবে না।
শুভেন্দু অবশ্য বলেন, পুলিশ অনুমতি দিলে আইন মেনেই যাবেন।
পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনায় মোট সাতটি মামলা দায়ের হয়েছে। অশান্তি সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১২জনকে কলকাতা পুলিশ এবং ২৮জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের আজ আদালতে হাজির করানো হবে।
এদিকে মহেশতলার ঘটনায় বুধবারই সরকারের বিরুদ্ধে ব্য়র্থতার অভিযোগে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। তাঁর মতে, 'পুলিশের হাত-পা বেঁধে রাখা হয়েছে। তাই পদক্ষেপ করতে পারছেন না।' ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাবেন বলেও জানিয়েছিলেন তিনি।