শেষ আপডেট: 2nd November 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ হতে না হতেই পেঁয়াজের দাম লাগাতার বেড়েই চলেছে। পেঁয়াজের দামের আগুনে ছেঁকা লাগার পরিস্থিতি মধ্যবিত্তদের। বাজারে গিয়ে মাথায় হাত তাঁদের। কোনও বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ তো কোথাও আবার ১০০ ছুঁয়েছে। শুধু বাংলায় নয়, প্রায় গোটা দেশেই পেঁয়াজের দাম অনেকটাই বেশি। রাজ্যের পেঁয়াজের দাম নিয়ে উদ্বিগ্ন নবান্নও। সাধারণ মানুষের অবস্থা দেখে এবার রাজ্যের বাজারে বাজারে হানা দিতে শুরু করল টাস্ক ফোর্স।
বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা কলকাতার একাধিক বাজারে যান। কোনও ব্যবসায়ী যাতে সাধারণ মানুষের থেকে পেঁয়াজের দাম বেশি নিতে না পারে সেদিকে কড়া নজর রাখছে টাস্ক ফোর্স। ব্যবসায়ীদের সে ব্যাপারে সতর্ক করলেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৎপর টাস্ক ফোর্স। শুধু পেঁয়াজের দাম নয়, অন্যান্য আনাজের দাম কত, তাও খতিয়ে দেখছে তারা। বৃহস্পতিবার দমদম, নাগেরবাজার, বাগুইআটি-সহ একাধিক বাজারে যান টাস্ক ফোর্সের সদস্যরা। বাজার ঘুরে দেখেন। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
টাস্ক ফোর্সের দলে ছিলেন রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, বাংলায় পেঁয়াজ উৎপন্ন হয় না। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ আমদানি করা হয়। সেখানকার ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে এমন অবস্থা তৈরি হয়েছে।
কবে দাম কমতে পারে পেঁয়াজের? টাস্ক ফোর্সের এক সদস্য জানান, কেন্দ্রীয় সরকার এবছর কো অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের থেকে পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ সরকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন দামে বিক্রি করছে। রবীন্দ্রনাথ কোলে দাবি করেন, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার পেঁয়াজের দাম নিয়ে কথা বলুক। আপাতত রাজ্যের বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স নজরদারি চালাবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে টাস্ক ফোর্স।