শেষ আপডেট: 7th December 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: আবাসের তালিকা থেকে বাদ গিয়েছে নাম। আর এই ঘটনায় কলকাঠি নেড়েছেন খোদ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী। সন্দেহবশে চটে গিয়ে দাদাকে মেরেই ফেললেন খুড়তুতো ভাই।
উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুর গ্রামের ঘটনা। আবাস যোজনাকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।
মৃত সমীরণ পণ্ডিতের স্ত্রী রেণুবালা ২০১৮ সালে তপনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ছিলেন। প্রাক্তন সদস্যার দাবি, পাকা বাড়ি থাকায় আবাস-তালিকায় নাম ছিল না তাঁর দেওর বিকাশ পণ্ডিতের। সেই ক্ষোভেই গতকাল রাতে সমীরণকে বাড়ির সামনে রাস্তা আটকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
জানা যাচ্ছে, শুক্রবার সমিরণ পণ্ডিতের নাতির জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে দুপুরে তিনি বাগাণ্ডায় মেয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে বাড়ি ফিরে জরির কাজ আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ পণ্ডিত ও তাঁর কয়েকজন সঙ্গী সমীরণকে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সমীরণের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় বিকাশ।
আশঙ্কাজনক অবস্থায় সমীরণকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সমীরণকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
সমীরণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বিকাশ পরিবার নিয়ে এখনও পলাতক।