মহম্মদ শাহজাহান আলম
শেষ আপডেট: 3rd December 2024 10:35
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যে একাধিক গ্রেফতারি হয়েছে। নাম উঠে এসেছে অনেক শিক্ষকদেরও। কিছু দিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামে এক যুবককে। এবার মোবারকের দাদা মহম্মদ শাহজাহান আলমকেও গ্রেফতার করল পুলিশ।
কীভাবে চলত দুর্নীতি, কারা জড়িত এমন একাধিক তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে। মূলত মালদা জেলার তিনটি স্কুলে এই ট্যাব দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে ৩৫ জন ছাত্র-ছাত্রীর ট্যাবের টাকা অন্য একাউন্টে চলে যায়। যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে।
প্রধান শিক্ষক রাজা চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। প্রশাসনের নির্দেশে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই ধীরে ধীরে খুলতে থাকে জট। কিছু দিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামে এক যুবককে। যার কাছ থেকে উদ্ধার হয় একাধিক সিম, পেনড্রাইভ, ল্যাপটপ এবং মোবাইল।
মোবারককে জেরা করে উঠে আসে আরও তথ্য। সেখান থেকে গ্রেফতার করা হয় তাঁর দাদা শাহজাহান আলমকে। কনুয়ার রানীকামাত থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চাঁচল মহকুমা আদালতে পেশ করলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, 'এর আগে একজন গ্রেফতার হয়েছিল। এবার তাঁর দাদাকে গ্রেফতার করা হয়েছে। জেরার মাধ্যমে আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।'