শেষ আপডেট: 29th July 2024 22:23
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হল আরও একটি মামলা। মূল মামলার সঙ্গে যুক্ত করে শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল। সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রেখে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল। সব পক্ষের বক্তব্য শোনা হবে, মামলাটির শেষ শুনানিতে জানায় দেশের সর্বোচ্চ আদালত। এরই সঙ্গে সোমবার ২৬ হাজার চাকরিহারারদের মধ্যে কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তিন বিচারপতির বেঞ্চ জানায়, আগামী ৬ অগাস্ট এসএসসির মূল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। ওই দিন মূল মামলার সঙ্গে যুক্ত করে শুনানি হবে।
গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। প্রায় ২৬ হাজার প্রার্থীকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরিপ্রাপকদের।
চাকরি বাতিলের রায় আসার পরপরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আলাদাভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশও। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে ২৫ হাজারের বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইপর্ব হয়ে গেছে। ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎপর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছেন সিবিআই আধিকারিকরা।