শেষ আপডেট: 5th March 2025 09:31
দ্য ওয়াল ব্যুরো: আবার রাজ্যে শুটআউটের (Shootout) ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) স্বরূপনগর (Swarupnagar)। সাতসকালে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বরূপনগরের দত্তপাড়া মোড়ে গুলি চলে। ঘটনার সময়ে বাইকে করে যাচ্ছিলেন ইসারুল গাজি নামের ওই যুবক। সেই সময়ই তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ স্বরূপনগর বাজারের দিকে যাচ্ছিলেন ইসারুল গাজি (৩২) নামের ওই যুবক। সেই সময় হঠাৎ বাইকে করে এসে ৪-৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে এবং গুলি চালায়। ঘটনাস্থলে ওই যুবক লুটিয়ে পড়লে সকলে পালিয়ে যায়। আশেপাশে লোকেরা তাঁকে উদ্ধার করে স্বরূপনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভোর থেকেই ওই যুবককে অনুসরণ করছিল দুষ্কৃতীরা। তারপর সুযোগ বুঝে পিছন থেকে এসে তাঁকে ঘিরে ধরেই গুলি করে। যদিও কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানতে পারেনি পুলিশ। আর দুষ্কৃতীদেরও এখনও কোনও হদিশ মেলেনি। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
পুলিশ এও মনে করছে, মৃত যুবকের কাছে দামি জিনিস থাকতে পারে, তা লুট করার উদ্দেশে তাকে গুলি করা হয়েছে। এদিকে তারা সকলেই পূর্বপরিচিত কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।