গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 14 February 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে চুম্বন কিংবা প্রেম নিবেদন নিয়ে এখনও সমাজের কোনও কোনও অংশের মধ্যে থেকে তীব্রতর আপত্তি রয়েছে। তাঁদের মতে, এই রীতি ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বজরং দলের নামে একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, প্রকাশ্যে প্রেম দেখানো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী (ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। তাই ভ্যালেন্টাইস ডে তে আপত্তিকর অবস্থায় কেউ ধরা পড়লে তাঁরা সংগঠনভাবে কড়া পদক্ষেপ করবে।
বিষয়টি জানতে পেরে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে তে নাম না করে বজরং দলকে কড়া হুঁশিয়ারি শুনিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর হুঁশিয়ারি, 'প্রত্যেকের নিজের ইচ্ছা-অনিচ্ছার স্বাধীনতা আছে। ভ্যালেন্টাইনস ডে-তে বাংলায় কেউ হেনস্তার শিকার হলে আমরা বরদাস্ত করব না।'
বজরং দলের নামে ভাইরাল হওয়া নির্দেশিকায় কী বলা হয়েছিল? সেখানে বলা হয়েছে, এভাবে প্রকাশ্যে প্রেম দেখানো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই আপত্তি জনক অবস্থায় কাউকে ধরা হলে আমরা প্রয়োজনে তাদের বিয়ে দিয়ে দেব।
"Love" must be protected ❤️https://t.co/y9db3TeABg
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) February 14, 2025
ইতিমধ্যেই পদ্ম শিবিরের নেতারা দাবি করতে শুরু করেছেন, দিল্লির কায়দায় ২৬ সালে বাংলাও তাঁরা দখল করবে। আর বাংলার ক্ষমতায় আসার পর লাভ জিহাদ ও ব্যভিচারের বিরুদ্ধে বিজেপি সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও দাবি বজরং শিবিরের। তারপরই এই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের তরুণ নেতা। যা নিয়ে ভালবাসার দিবসে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।