শেষ আপডেট: 21st September 2024 07:50
দ্য ওয়াল ব্যুরো: ডিভাইডার টপকে অন্য লেনে উঠে পড়ল লরি। তারই জেরে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল দ্বিতীয় হুগলি সেতু।
পুলিশ সূত্রের খবর, ঘটনায় ঘাতক লরির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। শুক্রবার মধ্যরাতে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। পরে পুলিশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা।কয়েকদিন আগেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। এবার একই ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে যাওয়া একটি পণ্য বোঝাই লরি আচমকা ডিভাইডার টপকে অন্যদিকের লেনে ঢুকে পড়ে। উল্টোপথে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল অন্য একটি লরি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পিছনে থাকা আরও তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থলেই ঘাতক লরির চালকের মৃত্যু হয়। জখম হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনার জেরে রাতে প্রায় ১ ঘন্টার বেশি সময় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া-কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।