শেষ আপডেট: 13th October 2024 07:22
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো এবারেও পুজোর পরে শহরে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। মঙ্গলবার রেড রোডে শহরের বড় পুজোগুলির প্রতিমা নিয়ে পুজো কার্নিভালের আয়োজন করেছে রাজ্য।
তাৎপর্যপূর্ণভাবে, ওই দিনই রেড রোডের অদূরে রানি রাসমণি রোডে বিশেষ কর্মসূচির ডাক দিল চিকিৎসকদের যৌথমঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
সংগঠনের তরফে জানানো হয়েছে, আরজি করের নির্যাতিতার বিচার এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’। তবে এ ব্যাপারে এখনই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি জুনিয়র চিকিৎসকরা।
জানা যাচ্ছে, কর্মসূচির অনুমতি চেয়ে লালবাজারে আবেদন করা হয়েছে। তবে অনুমতি মিলবে না ধরে নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শাসকদলের নেতা কুণাল ঘোষ। কুণালের কথায়, "জুনিয়র চিকিৎসকদের দাবিগুলিকে সহানুভূতির সঙ্গে দেখছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের তরফে আন্দোলনকারীদের একাধিক দাবি পূরণও করা হয়েছে। বাকিগুলির প্রক্রিয়াও শুরু হয়েছে। তবু অশান্তি জিইয়ে রাখতে জল ঘোলা করার চেষ্টা হচ্ছে।" ঘটনার নেপথ্যে কিছু বাম আর অতিবাম সংগঠনের অতি সক্রিয়তা রয়েছে বলেও দাবি কুণালের।