শেষ আপডেট: 26th October 2024 08:58
দ্য ওয়াল ব্যুরো: দুর্যোগের দিনে ২০০ শিশুকে ভূমিষ্ঠ করে নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনার একাধিক সরকারি হাসপাতাল।
ঘূর্ণিঝড় দানার আগমনকে কেন্দ্র করে বুধবার থেকেই সতর্কতা জারি হয়েছিল রাজ্যে। বৃহস্পতিবার গভীর রাতে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। তারই প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা-সহ জেলায় জেলায়।
সূত্রের খবর, জেলার কোথায় কত প্রসূতি রয়েছেন তাদের চিহ্নিত করে বুধবারের মধ্যেই সরকারি হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেছিল স্বাস্থ্য বিভাগ।
জেলার এক স্বাস্থ্য কর্তার কথায়, দুর্যোগের সময় কারও প্রসব যন্ত্রণা উঠলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন হতে পারে। তাই আগে থেকেই প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমে এলাকার প্রসূতিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে সম্ভাব্য মায়েদের হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার মধ্যেই পড়ে সুন্দরবন। দুর্যোগের সময় প্রত্যন্ত এলাকা থেকে প্রসূতিদের নিয়ে আসা যে কঠিন, অতীতের অভিজ্ঞতা থেকে এব্যাপারে আগেই তৎপরতা শুরু করেছিল প্রশাসন।
স্বাস্থ্য দফতরের দাবি, ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় দুর্যোগের দিনে প্রসব হয়েছে ৯৪ জনের। এর মধ্যে ২২ জনের সিজার করেছেন চিকিৎসকরা। এছাড়াও গোসাবা, কাকদ্বীপ-সহ একাদিক স্বাস্থ্য কেন্দ্রে আরও শতাধিক শিশু ভূমিষ্ঠ হয়েছে দুর্যোগের দিনে। চিকিৎসকরা জানিয়েছে, প্রতিটি ক্ষেত্রেই শিশু ও মায়েরা সুস্থ রয়েছেন।