শেষ আপডেট: 20th December 2022 12:19
দ্য ওয়াল ব্যুরো: বাবার সঙ্গে মন্দিরে যাচ্ছিল বছর আঠারোর এক কিশোরী। সেইসময় হঠাৎই একটি চারচাকা গাড়ি সামনে এসে দাঁড়ায়। এরপর ভিতর থেকে চারজন দুষ্কৃতী এসে ওই তরুণীকে তুলে নিয়ে চলে যায়। মঙ্গলবার ভোরবেলা এই দুঃসাহসিক অপহরণের (Kidnap) ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telengana) রাজন্না সিরকিল্লা জেলার একটি গ্রামে। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে রাস্তার একটি সিসি ক্যামেরায় (CCTV)।
জানা গেছে, মাসখানেক আগেই ওই তরুণীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিল একজন যুবক। তখন সে নাবালিকা ছিল। উদ্ধারের পর ওই যুবকের বিরুদ্ধে শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। বর্তমানে ওই তরুণীর বিয়ে ঠিক হতেই আবার তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।
ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, গাড়ি থেকে বেরিয়ে এসে প্রথমে তরুণীর বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর তরুণীকে ধরে গাড়ির পিছনের সিটে বসিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। অভিযোগ পেয়েই ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে, ওই তরুণীর খোঁজে ইতিমধ্যে ছ'টি দল গঠন করেছে পুলিশ। ইন্সপেক্টর কিরণ কুমার বলেন, 'এই চার অপহরণকারীর মধ্যে একজন তাঁদের পূর্ব পরিচিত। সে একই গ্রামের বাসিন্দা। এমনকী তার সঙ্গে তরুণীর আগে বন্ধুত্বও ছিল।' উল্লেখ্য, মঙ্গলবার ভোরে এই অপহরণের ঘটনাটি ঘটেছে সেরাজ্যের মন্ত্রী কেটি রামা রাওয়ের বিধানসভা এলাকায়।
চুরির শাস্তি! ১০ বছরের ছেলের গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে বেঁধে রাখল প্রতিবেশী