শেষ আপডেট: 18th August 2022 09:01
দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় (Movie Style) রীতিমতো দিনে-ডাকাতি (Robbery)! প্রকাশ্য দিবালোকে দোকানদারের মাথায় বন্দুক ধরে (Gunpoint) ব্যাগে ভরে ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের (UP) প্রয়াগরাজের কর্নেলগঞ্জে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডাকাতির পুরো ঘটনাটি। ২৫ সেকেন্ডের সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মুখ ঢাকা অবস্থায় ৩ জন লোক এক ব্যবসায়ীর দোকানে ঢোকে। তাদের মধ্যে একজন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে বন্দুক তাক করে। আতঙ্কিত হয়ে হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় ওই ব্যবসায়ীকে। দোকানের অন্য দুই কর্মীকেও ভয়ে সিঁটিয়ে থাকতে দেখা যায়।
ইতিমধ্যেই দোকানের সমস্ত আলমারি, ড্রয়ার খুলতে শুরু করে বাকি ছিনতাইবাজরা। সেখান থেকে ঝটপট ব্যাগে টাকা ভরতে শুরু করে তারা। এভাবে প্রায় ৬ লক্ষ টাকা মানিয়ে পালায় তারা।
ঘটনার পরেই কর্ণেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশের সিনিয়র আধিকারিকরা। ঘটনার দ্রুত তদন্ত করার জন্য পুলিশের একটি দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
৮টি ইউটিউব চ্যানেল ব্যান করল কেন্দ্র, ‘দেশদ্রোহিতায় উস্কানির’ অভিযোগ