শেষ আপডেট: 8th October 2021 05:47
দ্য ওয়াল ব্যুরো: লখিমপুর (lakhimpur) খেরিতে মন্ত্রীর গাড়িতে চাপা করে চার জন কৃষক মৃত্যুর ঘটনার একদিন পরেই অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে নাকি এর আগে কোনও মামলাই নেই। তবে এ কথা সত্যি নয়। জানা গেছে, এলাহাবাদ হাইকোর্টে সেই ২০০০ সাল থেকে খুনের মামলা ঝুলে আছে তাঁর বিরুদ্ধে। সে মামলায় তিনি মুক্তি পেয়েছিলেন একবার, কিন্তু আবার রিভিশন পিটিশন দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে।