মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে।
জেল হেফাজতে বৃদ্ধের মৃত্যু
শেষ আপডেট: 14 May 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গত রবিবার গ্রেফতার করা হয়েছিল উজ্জ্বল শীলকে (৬৫)। চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন আদালতে পেশ করে সাতদিনের পুলিশ হেফাজতে নেয়। তবে দুদিন হেফাজতে থাকার পর আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার তাকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। বুধবার সকাল দশটা নাগাদ হাসপাতালের পুলিশ লকআপে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
হুগলির কোদালিয়ার প্রিয়নগর দক্ষিণ এলাকায় বছর তিনেক আগে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সুপর্ণা ঘোষ ও তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল। কিছুদিন ধরে প্রথম পক্ষের ছেলে বৌমার সঙ্গে সুপর্ণা যোগাযোগ বাড়িয়ে দেওয়ায় উজ্জ্বলের সঙ্গে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, রবিবার রাতে ওই ভাড়া বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেন উজ্জ্বল শীল। ঘটনার পর চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে।
মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট অমিতাভ মণ্ডল জানান, গতকাল সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত উজ্জ্বল শীলকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।