তারাপীঠ মন্দির
শেষ আপডেট: 18 December 2024 04:09
দ্য ওয়াল ব্যুরো: আরও কড়াকড়ি হল নিয়ম। এবার থেকে তারাপীঠ মন্দিরে ঢুকতে গেলে ভক্তদের একাধিক নির্দেশ মেনে চলতে হবে। নয়া নির্দেশিকায় একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে। জানানো হয়েছে, মোবাইল নিয়ে আর প্রবেশ করা যাবে না মন্দিরে। এছাড়া মায়ের চরণ স্পর্শ করলেও কোনওভাবেই জড়িয়ে ধরা যাবে না। গর্ভগৃহে আলতা ও গোলাপ জল নিয়ে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
বছরভর ভক্তরা তারাপীঠে ভিড় জমান। অমাবস্যা ও বছরের বিশেষদিনে সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। সে কারণেই সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে এক বৈঠক করেন জেলাশাসক। সেখানেই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার থেকেই মন্দিরে ঢুকতে গেলে একাধিক নিয়ম মানতে হচ্ছে। মন্দিরে ঢুকতে গেলে গেটে ফোন জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। মন্দিরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে পুজোর জন্য দুটো লাইন করতে হবে। অতিরিক্ত কোনও লাইন রাখা যাবে না।
এছাড়া গর্ভগৃহে আর নিয়ে যাওয়া যাবে না গোলাপজল ও আলতা। পাশাপাশি প্রতিমার চরণ স্পর্শ করতে পারলেও প্রতিমাকে কোনওভাবেই জড়িয়ে ধরা যাবে না। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে বিশৃঙ্খলা এড়াতেই নিয়ম লাগু করা হয়েছে।
অন্যদিকে মন্দির খোলা ও বন্ধের সময় বেঁধে দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটা মিলিয়ে মায়ের ভোগ নিবেদনও করতে হবে বলে খবর।