শেষ আপডেট: 27th October 2024 09:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে সোশ্যাল মাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
শনিবার এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অবিলম্বে পোস্ট ডিলিটের পাশাপাশি মীনাক্ষীর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূলের তরফে বাম নেত্রীর বিরুদ্ধে থানাতে এফআইআরও দায়ের করা হয়।
পাল্টা হিসেবে আরও বড় অভিযোগ আনেন মীনাক্ষী। দাবি করেন, তাঁর নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল খুলে এমন পোস্ট করা হয়েছে। রাতে সাইবার ক্রাইমে অভিযোগও জানান মীনাক্ষী। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘূর্ণিঝড় দানা নিয়ে ফিরহাদ হাকিমের করা একটি মন্তব্য নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে শনিবার বিতর্কিত পোস্ট করা হয় বলে অভিযোগ। যার তীব্র প্রতিবাদ জানান কুণাল।
'সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে' বলে অভিযোগ করে সোশ্যাল মাধ্যমে মীনাক্ষীকে আক্রমণ করে কুণাল লেখেন, 'তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। তবে তাঁর ছবি বিকৃত করা উচিত হয়নি। মীনাক্ষীর উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া।' পরে চেতলা থানায় অভিযোগ জানান তৃণমূল কর্মীরা।
পাল্টা পোস্টে মীনাক্ষী জানান, তাঁর নামও ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কুৎসা করা হচ্ছে। কে বা কারা এই ধরনের ভুয়ো অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপের দাবিতে রাতে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন বাম নেত্রী। সিপিএমের অভিযোগ, এই ধরনের ভুয়ো অ্যাকাউন্টের নেপথ্যে থাকতে পারে তৃণমূলই।