শেষ আপডেট: 25th September 2023 11:21
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে বিজেপির বিধায়ক নূপুর শর্মা (Nupur Sharma) প্রবল আলোড়ন তুলেছিলেন রাজনৈতিক মহলে। মহম্মদকে নিয়ে তাঁর বিতর্কিত বক্তব্যের ফলে তুমুল হইচই হয়েছিল রাজনীতির অন্দরে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশে। অবস্থা সামাল দিতে শেষ পর্যন্ত বিজেপি সাসপেন্ড করে নূপুর শর্মাকে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন নূপুর শর্মা।
https://twitter.com/MeghUpdates/status/1705977394614706468?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705977394614706468%7Ctwgr%5E579d602883a2d8bc4b70149cc95bcfe443e7b96e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fthefreepressjournal-epaper-dhecf5ddffe11b4f36b496f4bee6e60122%2Fwatchnupursharmapromotesthevaccinewarindelhiinfirstpublicappearancesincesuspensionfrombjp-newsid-n540853932
২০২১ সালে ইসলাম নবী মহম্মদকে নিয়ে কটুক্তি করেছিলেন নূপুর। এরপরই ক্ষোভের আগুনে জ্বলতে থাকে গোটা দেশ। সুপ্রিম কোর্ট থেকে ক্ষমা চাওয়ার কথা বলা হয় নূপুরকে। সেই সময়ে একের পর এক প্রাণহানির হুমকিও পেয়েছিলেন নূপুর। শুধু ভারত থেকেই নয়, বহু ইসলাম ধর্মী দেশ থেকেও নিন্দা করা হয়েছিল নূপুরের বক্তব্যের।
সেই ঘটনার পর থেকে প্রায় ১ বছরের বেশি সময়ে জনসমক্ষে দেখা যায়নি নূপুরকে। সুপ্রিম কোর্ট থেকে সেই সময়ে কোনও রকম গণমাধ্যমে মুখ দেখাতে বারণ করা হয়েছিল নূপুরকে। তবে সেসব এখন অতীত। রবিবার কথা বলার ক্ষেত্রে নূপুরকে অনেক বেশি সংযত দেখাল।
এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে, এয়ার রাইফেলে জয়ী পুরুষ দল