ভারতীয় সেনার এই সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ইতিমধ্যে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি।
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 14 May 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিয়েছে পাকিস্তান। একইভাবে বাংলাদেশে আটকে থাকা কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মকেও শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সেই সূত্রে বিরোধী দলনেতার বক্তব্য, "মোদীজি ছিল বলে, পাকিস্তান চূর্ণ-বিচূর্ণ হয়েছে। পাকিস্তানের বিমানবন্দরগুলি শেষ হয়ে গেছে। কাশ্মীরের নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে আমরা ২৬০টা মুন্ডু চেয়েছিলাম, সেখানে হাজারের বেশি মুন্ডু পাওয়া গেছে। এবারে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা।"
গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা নৃশংসঙভাবে ২৬ জন মানুষকে খুন করে। এরপরই সীমান্তে তল্লাশি অভিযান জোরদার করে বিএসএফ। গত ৭ মে সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুরে'র জেরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ হয়ে যায়।
ভারতীয় সেনার এই সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ইতিমধ্যে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি।
এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "অরুণাচল থেকে দিল্লির ইন্ডিয়া গেট দেখেছে তেরঙ্গা যাত্রা। এবার কলকাতাও দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা!"
আগামী ১৬ তারিখ, শুক্রবার বিকেল ৫টায় শহরের কলেজ স্কোয়ার থেকে শ্যাম বাজার পর্যন্ত তেরঙ্গা যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি। শুভেন্দু বলেন, "বিজেপির এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে শামিল হওয়ার আবেদন করছি। কারণ ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল হবে এবং নির্দিষ্ট স্লোগানের মাধ্যমে মাতৃবন্দনা ও দেশ বন্দনা করা হবে।"
প্রসঙ্গ, ২৩ জুলাই পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত টপকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন বিএসএফ জওয়ান পূর্ণম। জওয়ানকে ছাড়ানোর বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং হয়েছে ভারতের (India)। কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় পূর্ণমের মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে যুদ্ধ বিরতি ঘোষণার পর থেকেই নতুন করে আশার আলো তৈরি হয়েিছিল। এবার মিলল মুক্তি।