Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
Suvendu Adhikari

কাশ্মীরের বদলা হয়েছে, এবার কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা: শুভেন্দু

ভারতীয় সেনার এই সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ইতিমধ্যে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি। 

 কাশ্মীরের বদলা হয়েছে, এবার কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা: শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 14 May 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিয়েছে পাকিস্তান। একইভাবে বাংলাদেশে আটকে থাকা কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মকেও শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

সেই সূত্রে বিরোধী দলনেতার বক্তব্য, "মোদীজি ছিল বলে, পাকিস্তান চূর্ণ-বিচূর্ণ হয়েছে। পাকিস্তানের বিমানবন্দরগুলি শেষ হয়ে গেছে। কাশ্মীরের নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে আমরা ২৬০টা মুন্ডু চেয়েছিলাম, সেখানে হাজারের বেশি মুন্ডু পাওয়া গেছে। এবারে  কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা।"

গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা নৃশংসঙভাবে ২৬ জন মানুষকে খুন করে। এরপরই সীমান্তে তল্লাশি অভিযান জোরদার করে বিএসএফ। গত ৭ মে সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুরে'র জেরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ হয়ে যায়।
ভারতীয় সেনার এই সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ইতিমধ্যে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি। 

এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "অরুণাচল থেকে দিল্লির ইন্ডিয়া গেট দেখেছে তেরঙ্গা যাত্রা। এবার কলকাতাও দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা!"

আগামী ১৬ তারিখ, শুক্রবার বিকেল ৫টায় শহরের কলেজ স্কোয়ার থেকে শ্যাম বাজার পর্যন্ত তেরঙ্গা যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি। শুভেন্দু বলেন, "বিজেপির এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে শামিল হওয়ার আবেদন করছি। কারণ ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল হবে এবং নির্দিষ্ট স্লোগানের মাধ্যমে মাতৃবন্দনা ও দেশ বন্দনা করা হবে।"

প্রসঙ্গ, ২৩ জুলাই পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত টপকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন বিএসএফ জওয়ান পূর্ণম। জওয়ানকে ছাড়ানোর বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং হয়েছে ভারতের (India)। কিন্তু  যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় পূর্ণমের মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে যুদ্ধ বিরতি ঘোষণার পর থেকেই নতুন করে আশার আলো তৈরি হয়েিছিল। এবার মিলল মুক্তি।


ভিডিও স্টোরি