শেষ আপডেট: 9th June 2023 06:39
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ, চোটে হেরেই গেলেন শীর্ষবাছাই আলকারাজ
দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে তারুণ্যের দীপ্তি বেশি, কিন্তু অভিজ্ঞতার মূল্য অনেক। সেটাই প্রমাণ হল ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালে। টেনিসের বর্তমান একনম্বর তারকা কার্লোস আলকারাজ হার মানলেন নোভাক জকোভিচের কাছে। খেলায় জোকারের পক্ষে ফল ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১।
দুজনের বয়সের ব্যবধান ১৬ বছরের। একজনের দখলে রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম। বিপরীতে আলকারাজের খেতাব ১টি। লড়াই অসম হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কারণ শেষদিকে চোট না পেলে জকোভিচের পক্ষে জয় সহজে আসত না। কিন্তু ফিটনেসের দিক থেকে ৩৬ বছরের জকোভিচ টলিয়ে দিলেন ২০ বছরের আলকারাজকে। যিনি স্প্যানিশ তারকা, যাঁর ঝুলিতে রয়েছে যুক্তরাষ্ট্র ওপেন খেতাব।
প্রথম দুই সেটে দারুণভাবে লড়াই করলেও তৃতীয় সেটে শুরুতেই চোটের কবলে পড়েন আলকারাজ। সেই চোটই শেষ পর্যন্ত কাল হয়েছে তাঁর। জকোভিচের সঙ্গে আর পেরে উঠলেন না টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই।
সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন ৩–১ সেটে হেরে। এখন এককভাবে গ্র্যান্ডস্লাম জয়ের চূড়ায় উঠতে জোকারের দরকার আর মাত্র একটি জয়।
ফাইনালে জিতলে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পাবেন সার্বিয়ান তারকা। বর্তমানে রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্লাম জিতে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।
রোঁলা গারোয় দারুণভাবে শুরুটা করেন জকোভিচ। প্রথম সেটে ৬–৩ গেমে হারান আলকারাজকে। তবে দ্বিতীয় সেটে আলকারাজ ঘুরে দাঁড়ান দারুণভাবে। জমে ওঠা লড়াইয়ে ৭–৫ গেমে জোকারকে হারিয়ে ১–১ সেটে সমতা ফেরান স্প্যানিশ তারকা।
তৃতীয় সেটের শুরুতেই চোটে পড়েন আলকারাজ। এ সময় তাঁর চিকিৎসারও প্রয়োজন হয়। চিকিৎসা নিয়ে কোর্টে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। পরের দুই সেটে আলকারাজকে ৬–১ ও ৬–১ ব্যবধানে হারিয়ে সাতবারের মতো ফ্রেঞ্চ ওপেন ফাইনালে চলে যান টেনিসের কিংবদন্তি চরিত্র।