শেষ আপডেট: 13th November 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: সমতলের চেয়ে পাহাড় কোনও অংশে কম নয়। শুধু পর্যটনের জন্যই কেন পাহাড়ের নাম হবে, কেন নিজেদের মেধার প্রতি আরও যত্নবান হবেন না। বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন মঞ্চ থেকে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই পাহাড়বাসীকে উদ্বুদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "হতাশ হবেন না। অলওয়েজ বি এনার্জেটিক। ইয়ওরস বিউটি হ্যাভ ইওর সেলফ। মনে রাখবেন শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, পাহাড়ের বিউটি আপনাদের ট্যালেন্টও।"
স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেও রাজ্যের লাখ লাখ মহিলা আজ স্বনির্ভরশীল। একথা মনে করিয়ে মমতা বলেন, "মনে রাখবেন, কোনও কাজই ছোট নয়। কর্মই হল সবকিছু। কাজের বিকল্প কিছু হতে পারে না।" মনে করিয়ে দিয়েছেন, নাসা থেকে আকাশ সর্বত্রই বাঙালির ছড়াছড়়ি। বিশ্বের কাছে বাংলার কদর রয়েছে তার ট্যালেন্টের জন্য়।
এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা। অভিযোগ করেন, ভোটের সময় বড় বড় কথা বলে গেলেও পাহাড়ের উন্নয়নে প্রাপ্য টাকাও আটকে রেখেছে কেন্দ্র।
কিছু সংবাদমাধ্যম বাংলা সম্পর্কে নেগেটিভ খবর প্রচার করছেন বলেও পাহাড়বাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। কয়েক বছর আগেও পাহাড় অশান্ত ছিল। একথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "একটা সময় কথায় কথায় পাহাড়ে অশান্তি তৈরি করা হত। সব কিছু বন্ধ করে দেওয়া হত। এখন শান্তি ফিরেছে। অনেকে এই শান্তি নষ্ট করতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
পাহাড়ের সঙ্গে তাঁর আত্মীয়তা বোঝাতে পরিবারের সদস্যর সঙ্গে পাহাড়ের মেয়ের বিয়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, " আমার তো আপনাদের সঙ্গে আত্মীয়তা রয়েইছে। শুধু ভোটের জন্য আসি না, পাহাড়কে আমি ভালবাসি। তাই বারে বারে ছুটে আসি।" জানুয়ারিতে ফের পাহাড়ে আসবেন বলেও জানান মমতা। বললেন, "দার্জিলিং ভাল থাকলে আমি ভাল থাকি।"