শেষ আপডেট: 2nd October 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: শ্রীভূমির হাত ধরে মঙ্গলবার থেকেই কলকাতায় শুরু হয়ে গেছে দুর্গা পুজো। বুধবার হাতিবাগান, সেলিমপুর পল্লী, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রনী-সহ একাধিক জায়গায় শুরু হয়ে গেল দুর্গা পুজো। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পিছিনে নেই জেলাও। বুধবারই রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক'শ পুজোর উদ্বোধন হল। এর মধ্যে মমতা বন্দ্যেপাধ্যায় একাই ৪০০টি পুজোর উদ্বোধন করলেন। উদ্বোধন হল ভার্চুয়াল মাধ্যমে।
এদিন হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পুজো তো বছরে একবারই আসে। আমরা যারা ধর্মকে মানি তারা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব।"
রাজ্যের বন্যা পরিস্থিতির প্রসঙ্গও টেনে আনেন মমতা। বললেন, "চারিদিকে বন্যা, জেলায় জেলায় অসংখ্য মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। অনেক মানুষ বানভাসী আছেন। তাঁদের পাশেও থাকুন। যতটা সম্ভব সাহায্য করুন। আমাদের দলের কর্মীরাও যথাসাধ্য সাহায্য করছে।"
প্রসঙ্গত, কয়েক বছর আগেও জেলাগুলিতে দুর্গা পুজোর ষষ্ঠীতে মণ্ডপে দেখা মিলত প্রতিমার। তবে গত কয়েক বছরে কলকাতার পাশাপাশি জেলা স্তরেও দ্বিতীয়া, তৃতীয়া থেকে প্রতিমা দর্শন শুরু হয়েছে। সেই সঙ্গে মণ্ডপে মণ্ডপে থিমও। এবার তা আরও এগিয়ে গেল।
কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে এবার জেলাতেও মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেল দুর্গা পুজো।