শেষ আপডেট: 27th September 2023 15:52
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মাটিগাড়ায় (Matigara Student Murder Case) মৃত নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনায় গ্রেফতার করা হল দুই যুবককে। ধৃতরা দু'জনেই ইউটিউবার (Youtuber Arrested)। ওই নাবালিকাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তাই নিয়ে কয়েকদিন আগেই শোরগোল পড়ে গিয়েছিল।
এবার সেই ঘটনায় ঘি ঢালল এই দুই ইউটিউবার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই নাবালিকার যাবতীয় ছবি ও নাম ব্যবহার করে ভিডিও তৈরি করেছে তাঁরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়ে যায়। বিষয় একটি নারীবাদী সংগঠনের নজরে এলে তারাই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ে করে। আইনবিরোধী কাজ করায় প্রশাসন ওই দুই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নড়েচড়ে বসে।
নারী শক্তি নামে ওই সংগঠনের সদস্যরা জানিয়েছেন, গত সোমবার তাঁদের নজরে পড়ে বিষয়টি। এরপরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে।
২১ অগস্ট মাটিগাড়ার জঙ্গলের ভিতরে পরিত্যক্ত ঘর থেকে নাবালিকার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এক মদ্যপ যুবককে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের বাধা দেওয়ার কারণের খুন করা হয়েছিল ওই নাবালিকাকে এমনই অভিযোগ উঠতে থাকে।
আরও পড়ুন: পড়ুয়াদের জন্য বিলি করা পোশাক নিলেন না অভিভাবকরা, ভাতারের স্কুলে শোরগোল