শেষ আপডেট: 23rd December 2022 04:58
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর ধরে প্রেমের পরে বিয়ে ঠিক হয়েছিল তরুণ-তরুণীর। কিন্তু ভিডিও কলে কথা বলতে বলতেই ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তরুণ (Youth Commits Suicide)। পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েনেই এই ঘটনা ঘটেছে রাজগঞ্জে (Rajganj)।
জানা গেছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত গধেয়া গছ এলাকার বাসিন্দা, ২০ বছরের জয়নুল হকের সঙ্গে সম্পর্ক ছিল বেলাকোবা অঞ্চলের একটি মেয়ের সঙ্গে। মাস ছয়েক আগে তাদের মোহর অর্থাৎ বাগদানও হয়ে গিয়েছিল।
অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তাঁদের মধ্যে প্রায়ই ঝামেলা লেগেই থাকত। গতকাল, বৃহস্পতিবার বিকেলে জয়নুল তাঁর হবু স্ত্রীকে ভিডিও কল করেন। হবু স্ত্রী নাকি কথা বললেও প্রথমে মুখ দেখাননি। জোর করতে থাকেন জয়নুল, একসময়ে রেগে যান। ভিডিও কলে থাকা অবস্থাতেই বাড়ির গোয়ালঘরে গিয়ে গলায় ফাঁসি দেন। ফোনের এপারে চিৎকার করতে থাকেন তরুণী, কিন্তু শেষরক্ষা হয়নি।
এই ঘটনায় জয়নুলের পরিবারের অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পরে অন্য একজনের সঙ্গে ওই মেয়েটির সম্পর্ক সামনে আসে। কিছু ছবিও আসে মোবাইলে। জয়নুল সে সব নিয়ে প্রশ্ন করলে বিয়ে ভেঙে দিতে চান তরুণী। এই নিয়েই বেশ কয়েকদিন ধরেই মনমরা ছিলেন জয়নুল। সেই কারণেই এই আত্মহত্যা বলে দাবি পরিবারের।
অন্যদিকে এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে মেয়েটির পরিবার দাবি করেছে, সবসময় কালো বলে খোঁটা দিতেন জয়নুল। সহ্য করতে পারতেন না মেয়েকে। গালিও দিতেন। বহু বছর ধরেই এইসব হজম করে আসছিলেন তরুণী। এই কারণেই মূলত গতকাল ভিডিও কলে মুখ দেখাতে চাননি তরুণী, অভিমানে বলেছিলেন সামনে আসবেন না। পরে যখন জয়নুল আত্মহত্যার হুমকি দেন, তখন মুখ দেখান, চিৎকার করে বাধাও দেন, কিন্তু ততক্ষণে সব শেষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তারা। কোনও পক্ষের কোনও লিখিত অভিযোগ না পাওয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রক্তশূন্য হয়ে পড়ছিল ৮ বছরের শিশু! পিলে অপারেশন করে প্রাণ বাঁচাল জলপাইগুড়ির হাসপাতাল