শেষ আপডেট: 1st June 2023 02:06
কলকাতায় বাইক থামিয়ে নাকা চেকিং করতেই পুলিশকে কামড়ে দিল যুবক! থানায় গিয়ে টিভি ভাঙল, চেয়ার ছুড়ল
দ্য ওয়াল ব্যুরো: রাত্রিবেলা পুলিশি নাকা চেকিং চলছিল। ঠিক সেই সময়েই কর্তব্যরত পুলিশ আধিকারিকদের পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে গেল একটা বাইক। তাতে আবার ৩ জন সওয়ারি। একজন চালাচ্ছেন। পিছনে বসে আরও দুজন। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে বাইকটিকে দাঁড় করানো হয়। ৩ জনকেই পাকড়াও করে নিয়ে যাওয়া হয় থানায়। কিন্তু থানায় গিয়ে হুলস্থুল বাঁধাল তাদের মধ্যে ১জন । কর্তব্যরত পুলিশকর্মীদের কামড়ে দিয়ে, পেপারওয়েট ছুড়ে, দুটি টিভি এবং চেয়ার ভেঙে, শেষমেশ হাতে হাতকড়া পরে তবে ক্ষান্ত দেয় সে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সল্টলেকের বিএফ ব্লকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ২০ বছর বয়সি যুবক পেশায় একজন জিম প্রশিক্ষক। রাস্তায় পিছু ধাওয়া করে ৩ জনকে বাইক থামিয়ে তাড়া করার পর তারা মদ্যপান করে রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ৩ জনকে একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তখন থেকেই অশান্তি শুরু করে ওই যুবক। মেডিক্যাল টেস্টের পর এক পুলিশকর্মীকে কামড়ে দেয় অভিযুক্ত। তাকে শনাক্ত করতে অন্য পুলিশকর্মীরাও ছুটে আসেন। এরপর তাদের বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়।
সেখানে গিয়েও আধ ঘণ্টা ধরে তাণ্ডব শুরু করে ওই যুবক। থানায় দুটি টিভি এবং বেশ কয়েকটি চেয়ার তুলে আছাড় মেরে ভেঙে দেয় সে। টেবিল থেকে পেন স্ট্যান্ড তুলে নিয়ে পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মারে সে। একাধিক পুলিশকর্মী মিলে দীর্ঘক্ষণের চেষ্টায় শান্ত করে তাকে। পরে গ্রেফতার করা হয় ওই যুবককে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এসএফআইয়ের রাজ্য কমিটির নেতার রহস্য মৃত্যু জলপাইগুড়িতে, মিলল ঝুলন্ত দেহ