শেষ আপডেট: 5th May 2023 11:57
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। বারবার বলেও সেই সম্পর্ক থেকে বার করতে পারেননি স্ত্রীকে। জীবনে শান্তি আনতে তাই প্রেমিকের হাতেই স্ত্রীকে তুলে দিলেন (handed over his wife to her lover) শান্তিপুরের যুবক (young man of Nadia)। সাতবছরের মেয়েকে নিতে চায়নি মা। তাই সন্তানকে রেখে দিয়েছেন বাবা। তাকে তো যত্ন করে বড় করতে হবে।
ফুলিয়ার বসাকপাড়ার বাসিন্দা ওই যুবক। গত ৮ বছর আগে পাশের রায় পাড়ার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল। সাত বছরের একটি মেয়েও আছে তাদের। শুরু থেকেই শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বনিবনা না হওয়ায় স্বামী-স্ত্রী আলাদা থাকতেন।
ওই যুবক জানান, তিনি যা আয় করতেন তাতে স্বচ্ছলভাবেই চলত সংসার। স্ত্রীর আবদার মেটাতে একটি স্মার্টফোন কিনে দিয়েছিলেন। সেই ফোনেই বন্ধুত্বের শুরু স্থানীয় এক যুবকের সঙ্গে। তারপর থেকে তারা আরও অন্তরঙ্গ হয়ে পড়েন। তিনি বলেন, “জানতে পেরে ওকে অনেকবার বারণ করেছি। তাতে আমাকে হুমকি দিত। তারপর দেখলাম এই অশান্তির জীবন কোনওভাবেই কাম্য নয় (peace in life)। তাই ওকে ওর ভালবাসার লোকের হাতেই তুলে দিলাম।”
জানা গেছে, বৃহস্পতিবারও বেশ কয়েকবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই যুবক জানান, সন্ধ্যায় শেষবারের মতো যখন স্ত্রীর কাছে জানতে চান তিনি কোন পথ বেছে নেবেন, তখন চলে যাওয়ার কথা সোজাসাপ্টাই জানায়। মেয়ের দায়িত্ব নিতে পারবে না বলেও জানিয়ে দেয়। তারপরেই তাকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন মেয়েকে বড় করাই তাঁর জীবনের লক্ষ্য বলে জানান ওই যুবক।
সিঁদুরদানের আগেই বরকে ফোন শ্যালিকার, ‘দিদিকে বিয়ে করলেই ঝাঁপ দেব!’ তারপর…