শেষ আপডেট: 19th September 2022 13:07
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভা (WB Assembly) অধিবেশনে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল রাজ্য সরকার। সেই প্রস্তাবের সমর্থনে বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি বিশ্বাস করি না এটা (পড়ুন কেন্দ্রীয় এজেন্সির দৌত্য) নরেন্দ্র মোদী করছেন। এটা বিজেপির নেতারা করছেন।” এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগে সিবিআই চলত প্রধানমন্ত্রীর দফতর থেকে। এখন চলে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে।”
তারপর এ নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন শুভেন্দু বলেন, “কী ভাবছেন? প্রধানমন্ত্রীর নাম নিয়ে ভাইপোকে বাঁচাতে পারবেন?”
অনেকের মতে, মমতা এদিন বোঝাতে চেয়েছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেও নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। যা করছেন বা করাচ্ছেন সবটাই অমিত শাহ। পর্যবেক্ষকদের মতে, এটা রাজনৈতিক কৌশলও হতে পারে।
নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মধ্যে এর আগেও ফারাক রেখা টানতে দেখা গিয়েছিল মমতাকে। এদিন যে প্রথম হল তা নয়। তবে ঘটনার যে ঘনঘটা চলছে সেখানে এদিনের মমতার বক্তব্য অর্থবহ বলেই মত অনেকের।
কংগ্রেস অবশ্য মুখ্যমন্ত্রীকে টিপ্পনি কাটতে ছাড়েনি। প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, “এর আগে বলতেন বাজপেয়ী-আডবাণীর বিজেপি ভাল মোদী-শাহের বিজেপি খারাপ। এখন বলছেন মোদী ভাল শাহ খারাপ। আসলে উনি চান বিজেপির কোনও কোনও নেতার সঙ্গে সখ্য রেখে চলতে। কখনও সেটা নিতিন গডকড়ি, কখনও নরেন্দ্র মোদী।
শুভেন্দুকে মমতা: তোদের মতো চোর আমরা নই, ‘ডোন্ট টাচ মাই বডি’ বলেও কটাক্ষ