শেষ আপডেট: 19th August 2023 10:08
দ্য ওয়াল ব্যুরো: পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দর (Yasser Haidar) শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে (Congress) যোগ দিলেন। এদিন ইয়াসিরকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
ওই সাংবাদিক বৈঠকে ইয়াসির বলেন, “২০২১ সালে আমাকে টিকিট দেয়নি তৃণমূল। সে বছর মার্চ মাসে তৃণমূল ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে সক্রিয় রাজনীতিতে ছিলাম না। কিন্তু এখন ফের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই। আমি কৃতজ্ঞ যে কংগ্রেস আমাকে সেই সুযোগটা দিচ্ছে।”
একুশ সালে টিকিট না পেয়ে ইয়াসির ফেসবুকে লিখেছিলেন যে, 'আমাকে একজন বলেছেন, সেলিব্রিটি না হলে টিকিট পাওয়া যাবে না। দেখলাম সেটাই ঠিক।'
একুশের বিধানসভা ভোটে টলিপাড়ার একগুচ্ছ মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল। জুন মালিয়া, সায়ন্তিকা ভট্টাচার্য, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা টিকিট পেয়েছিলেন। সম্ভবত সেটাই ইঙ্গিত করতে চেয়েছিলেন ইয়াসির।
এদিন ইয়াসির কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ও কিছু না। কজন চেনে এঁদের!”
ববি হাকিমের সঙ্গে তাঁর এই জামাইয়ের সম্পর্কের অবনতি নিয়ে কয়েক বছর আগে খবর রটেছিল। সে সময়ে একবার যাদবপুর থানার পুলিশ ইয়াসির হায়দারকে আটক করেছিল। তবে ইয়াসিরের দাবি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি।
আরও পড়ুন: কলকাতা পুরসভায় তুলকালাম কাণ্ড, হাতাহাতিতে শাসক ও বিরোধী কাউন্সিলররা, বুলডোজার হানার জের