শেষ আপডেট: 10th July 2023 17:39
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের নির্বাচনী হিংসার ফলে প্রাণ গেল সাধারণ মানুষের। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকার এক শ্রমিকের মৃত্যু হল সিপিএম তৃণমূলের রেষারেষিতে (Worker died due to the attack of political cadre)। জানা গেছে, মৃতের নাম পুলক সরকার।
প্রসঙ্গত, মৃতদেহ নিয়ে যথারীতি শুরু হয়েছে দুই দলের মধ্যে রাজনীতি।
এ প্রসঙ্গে মৃত ব্যক্তির স্ত্রী বা মেয়ের দাবি রাজনীতি থেকে দূরে থাকতেন পুলক।
জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের দিন কেতুগ্রাম থানার ১৮৫ নম্বর বুথের থেকে কিছু দূরে সিপিআইএম বুথে আচমকা চড়াও হয় একদল দুষ্কৃতী। সেই সময়ে ভোট দিতে গিয়েছিলেন পুলক সরকার। দু'দলের এই রেষারেষির মাঝখানে পড়ে যান ৫৫ বছর বয়সি ওই প্রৌঢ়। জানা গেছে, ইটের চাঙর দিয়ে থেঁতলে মারা হয় পুলককে।
আহত পুলককে প্রথমে কেতুগ্রাম ব্লক হাসপাতালে ও পরে কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সোমবার বিকেলে মৃত্যু হয় তাঁর। জানা গেছে, শিলিগুড়িতে একটি ঠিকাদারের অধীনে শ্রমিকের কাজ করতেন পুলক সরকার। ভোট দিতেই বাড়ি ফিরেছিলেন। জানা গেছে, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে মৃত পুলকের পরিবার।
দুষ্কৃতীর হাতে প্রহৃত তমলুকের তৃণমূল নেতা, রাস্তায় বসে প্রতিবাদ জানালেন কুণাল ঘোষ