শেষ আপডেট: 5th June 2023 13:16
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে সম্পর্ক বেশি দূর গড়ায়নি। ওই ব্যক্তি শেষমেশ অন্য এক মহিলাকে বিয়ে করে নিয়েছিলেন। এরপরেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে খুনি ভাড়া করে ওই ব্যক্তির স্ত্রীকে খুন করার চেষ্টা করলেন মহিলা (Woman Hires Hitman To Kill Wife Of lover)! যদিও শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়ে যান তিনি।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির নক্সভিলের। অভিযুক্ত মহিলার নাম মেলোডি স্যাসার। ৪৭ বছর বয়সি ওই মহিলা পেশায় একজন এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স স্পেশালিস্ট। ২০২০ সালে তাঁর সঙ্গে ম্যাচ ডট কম নামে একটি ওয়েবসাইট মারফত পরিচয় হয়েছিল ডেভিড ওয়ালেসের। দুজনের ঘনিষ্ঠতা বাড়ে, তাঁরা নক্সভিলের স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কে একসঙ্গে হাইকিংয়েও যেতেন। কিন্তু ২০২২ সালে ডেভিড আলাবামার প্র্যাটভিলে চলে যান। তিনি মেলোডিকে জানান, জেনিফার নামে এক মহিলার সঙ্গে তাঁর বাগদান হয়ে গেছে। তাঁকেই বিয়ে করবেন তিনি। তারপর থেকেই মেলোডির সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে।
এরপর দীর্ঘদিন ডেভিডের সঙ্গে যোগাযোগ ছিল না মেলোডির। পরে একটি ফিটনেস অ্যাপের সাহায্যে ডেভিড এবং জেনিফারকে খুঁজে বের করেন মেলোডি। জানতে পারেন, দুজনের বিয়ে হয়ে গেছে। তখন থেকেই জেনিফারের উপর প্রতিশোধ নেবেন বলে স্থির করে রেখেছিলেন মেলোডি। এরপর গত ডিসেম্বর মাসে অনলাইনে খুঁজেপেতে মেলোডি এমন একটি ওয়েবসাইট বের করেন, যেটি খুন, অপরহণ, অ্যাসিড মেরে চেহারা বদলে দেওয়া, এমনকী ধর্ষণের মতো বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য লোক ভাড়া দেয়। সেখান থেকেই একজন সুপারি কিলারের সঙ্গে যোগাযোগ হয় মেলোডির। জেনিফারকে খুন করার জন্য তাকে বরাত দেন মেলোডি।
ওই ফিটনেস অ্যাপের মাধ্যমেই জেনিফারের যাবতীয় রিয়েল টাইম তথ্য ভাড়াটে খুনির কাছে পাচার করতেন মেলোডি। কিন্তু ২ মাসের বেশি সময় কেটে যাওয়ার পরেও খুনি কিছুই করে উঠতে পারেননি। এরপর তাকেই পাল্টা হুমকি দেন মেলোডি, 'কাজটা করতে পারবে কিনা বলো, নয়তো আমাকে অন্য লোক দেখতে হবে!'
কিন্তু খুনি সাফ জানিয়ে দেয়, সে এ কাজ করতে পারবে না। কারণ জেনিফারকে খুন করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তা নাকি খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু তারপরেও কোনওভাবে এই খুনের পরিকল্পনার খবর পৌঁছে যায় পুলিশের কাছে। মেলোডিকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত গত ১৮ মে মেলোডিকে গ্রেফতার করে টেনেসি পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জেনিফার ও ডেভিডকে নিরাপত্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। তদন্তকারীরা জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে মেলোডির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রেলকে চিঠি দেবেন রবীন্দ্রনাথ, গয়না বন্ধক রেখে দেহ আনা নিয়ে প্রশ্ন