শেষ আপডেট: 17th January 2022 18:31
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই চলতি মাসে চার দিন লকডাউনের সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি পুরসভা। জানানো হয়েছিল, আগামী ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি জলপাইগুড়িতে সব বন্ধ থাকবে। পুরসভার তরফে বলা হয়েছিল, এই চারদিন জলপাইগুড়িতে কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া বাকি বাজার, হাট সব কিছু বন্ধ থাকবে। বন্ধ থাকবে টোটো ও অন্যান্য গণপরিবহণ। কিন্তু বেলা গড়াতেই সেই সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গেল গোটা জেলায়। না জানিয়ে পুরসভা এহেন সিদ্ধান্ত নেওয়ায় কার্যত চরম অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। পুরসভাকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনও করেছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। সূত্রের খবর, এই নিয়ে মঙ্গলবার পুরসভায় ফের একবার বৈঠক হতে পারে। তারপর আংশিক লকডাউনও নতুন করে ঘোষণা করা হতে পারে। রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ লকডাউন আর কোথাও হয়নি। জলপাইগুড়িতেই প্রথম লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলাশাসকের তৎপরতায় সেই আশা এখন প্রায় নেই বললেই চলে।