শেষ আপডেট: 4th November 2021 04:14
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে কালীপুজোর উদ্বোধনে গিয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাতে কেন্দ্রীয় সরকার লিটার পিছু ডিজেলে ১০ টাকা এবং পেট্রলে পাঁচ টাকা করে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে। এরপরই বিজেপি শাসিত নয়টি রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে তারাও শুল্ক কমাবে। এখন তাই প্রশ্ন কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কালীপুজো, ভাইফোঁটার মতো উৎসবের আবহে মমতাও কি কোনও সুখবর দেবেন পেট্রল-ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে? বুধবার রাত থেকেই এ প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র। নবান্নের এক কর্তার আভাস, কমানোর উপায় খতিয়ে দেখা হয়েছে। ফের দেখা হবে। তবে রাজ্য কোষাগারের হাল ভালে নয়। বিধানসভা ভোটের প্রতিশ্রুতি রাখতে গিয়ে নুন আনতে পান্তা ফুরনোর দশা। বাংলাতেও দাম কমাতে হবে, এই দাবিতে বিজেপি বুধবার রাত থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি নেতারা। একের পর এক টুইট করছেন তাঁরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলির দৃষ্টান্ত মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও শুল্ক কমাক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির সিদ্ধান্ত জানার পর এবার নিজেদের জনদরদী বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে পেট্রল ও ডিজেলের উপর থেকে ভ্যাট কমানো। একই কথা বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রশংসা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জ্বালানি তেলের দাম আরও কমানো সম্ভব রাজ্য সরকার শুল্ক কমালে। পশ্চিমবঙ্গ সরকারকে তা করতেই হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'