শেষ আপডেট: 1st March 2023 09:58
অনুব্রতকে দিল্লি আনা হয়নি কেন? ইডিকে প্রশ্ন আদালতের, সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কেন দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি তা নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা করল রাউস অ্যাভিনিউ আদালত। এনামুল হক, সায়গল হোসেনদের একটি মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে অনুব্রত নিয়ে চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হল। নির্দেশ দেওয়ার আড়াই মাস কেটে গেলেও কেন অনুব্রতকে বাংলা থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়নি তার ব্যাখ্যা দিয়ে ইডির কাছে সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে রাউস অ্যাভিনিউ কোর্ট।
অনুব্রতকে বাংলা থেকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছিল ইডি। বেশ কয়েকটি শুনানির পর গত ১৯ ডিসেম্বর সেই মামলায় বড় নির্দেশ দিয়েছিল দিল্লির নিম্ন আদালত।
কিন্তু ঘটনা হল, ১৯ ডিসেম্বর রাউস অ্যাভিনিউ ওই নির্দেশ দেওয়ার পর কয়েক বছরের পুরনো একটি মামলায় অনুব্রতকে হেফাজতে চায় বীরভূমের দুবরাজপুর থানা। দুবরাজপুর আদালত তাতে সম্মতি দেয়। ওদিকে ইডি যখন কেষ্ট মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যাওয়ার কাগজপত্র গোছগাছ করছে তখন দেখা যায় ২০ ডিসেম্বর অনুব্রত আসানসোল জেল থেকে দুবরাজপুর নিয়ে চলে গিয়েছে। শিবঠাকুর মণ্ডলের দায়ের করা সেই মামলা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বাংলার রাজনীতিতে।
এরমধ্যেই অনুব্রত রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে দিল্লি হাইকোর্টে। সেই মামলার শুনানির দিন বারবার পিছিয়েই গিয়েছে। জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি দিল্লি হাইকোর্টে অনুব্রতর ওই মামলার শুনানি হবে।
এদিন ইডি রাউস অ্যাভিনিউ কোর্টকে জানায়, অনুব্রত নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন। তাই তাঁকে দিল্লি নিয়ে আসা হয়নি। পাল্টা আদালত প্রশ্ন করে, দিল্লি হাইকোর্ট কি তাতে স্থগিতাদেশ দিয়েছে? না দিয়ে থাকলে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা সত্ত্বেও কেন আসামিকে দিল্লিতে আনা হল না?
এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য সময় চেয়েছে ইডি। রাউস অ্যাভিনিউ কোর্ট কেন্দ্রীয় এজেন্সিকে বলেছে, আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে তাদের। অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিতে হবে ইডিকে। তার বেশ কিছু দিন পরে দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে কি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে কোনও পদক্ষেপ করবে ইডি?
হুক্কাবার বন্ধ করা যাবে না, সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ