শেষ আপডেট: 14th April 2024 09:23
দ্য ওয়াল ব্যুরো: রবিবার পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। কেমন থাকবে বাংলা বছরের প্রথম দিনের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ রাজ্যের একাদিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন থেকেই ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত দুদিন আবহাওয়া মোটামুটি আরামদায়কই ছিল। রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
জেলাগুলি হল-পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া। অন্যদিকে কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সংশ্লিষ্ট জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। বাকি তিনটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও ৪ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। সেক্ষেত্রে ফের তাপপ্রবাহের আশঙ্কা থাকছে।