শেষ আপডেট: 19th August 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election) গোটা বাংলায় অশান্তির (Chaos) এক রকম ছবি দেখা গিয়েছে। তার পর বোর্ড গঠনকে কেন্দ্র করে যেন রঙ্গের শেষ নেই। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস—নীচুতলায় মিলেমিশে একাকার। কে যে কার প্রতিপক্ষ ঠাওর করা মুশকিল।
মালদহের গাজোল ব্লকে বাবুপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে গত ১০ অগস্ট পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ পর্যন্ত হয়েছে। কিন্তু শেষমেশ বোর্ড গড়েই ফেলল তৃণমূল। কারণ, সিপিএমের প্রতীকে ভোটে জিতে দীপালি বেসরা যোগ দিলেন তৃণমূলে।
বাবুপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১২টি আসন রয়েছে। ভোটে তৃণমূল (TMC) পেয়েছিল পাঁচটি আসন। বিজেপি ১টি, কংগ্রেস ২টি আর সিপিএম ৩টি আসনে জিতেছিল। ১টি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। দীপালি ডিগবাজি খেতেই ম্যাচ ফিফটি-ফিফটি। তার পর টসে জিতে বোর্ড গঠন করে ফেলল জোড়াফুল। প্রধান হয়েছেন তৃণমূলের রোজি সুলতানা পারভীন। আর উপপ্রধান হয়েছেন দীপালি।
দীপালির অবশ্য দাবি কোনও চাপ, আবদার, উপহার বা পুরস্কারের লুব্ধ হয়ে তিনি তৃণমূলে যাননি। কাজ করার অভিপ্রায় ও উৎসাহেই শিবির বদল করেছেন।
ওদিকে ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতেও বোর্ড তৈরিতে ‘খেলা’ হয়েছে! ১০ অগস্ট বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু সেদিন তৃণমূলের বিরুদ্ধে বিডিও অফিসের কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। শুক্রবার রামশাইতে শান্তিপূর্ণ ভাবেই বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ হল। প্রধান ও উপপ্রধান বাছতে লাটরি হয়েছে সেখানে। সেই লটারিতে জিতে প্রধান হয়েছেন তৃণমূল থেকে, উপ প্রধানের পদ পেয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য।
রামশাই পঞ্চায়েতের প্রধান হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ ওরাওঁ। আবার উপপ্রধান হয়েছেন বিজেপির চন্দ্রমোহন রায়।
এই রামশাইয়ের গ্রাম পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল ১২টি করে আসনে জিতেছে। ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী জানিয়েছেন, শুক্রবার প্রথমে দু’পক্ষ থেকে প্রধানের নাম প্রস্তাব করা হয়। তার পর নিয়ম মেনে ভোট হয়। তাতেও দু’দল সমান ভোট পায়। এরপরই প্রস্তাব দেওয়া হয় যে প্রধান পদের জন্য দুই দলের যে দুজনের নাম রয়েছে তাদের নিয়ে লটারি হবে। দু’জনের নাম লিখে একটি পাত্রে রাখা হয়। তার পর একটি শিশুকে ডেকে ওই কাগজ তুলতে বলা হয়। তাতে প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের বিশ্বজিৎ, আর উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির চন্দ্রমোহন।