শেষ আপডেট: 12th November 2024 02:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে তেমন কিছু না বললেও উত্তরবঙ্গে পা দিয়েই শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতার অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। ভারতের অন্য কোনও রাজ্যে নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গতেই মহিলাদের জন্য প্রতিমাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, অন্য রাজ্য মুখে শুধু প্রতিশ্রুতি দিলেও বাংলা কিন্তু কথা রাখে। ভোট এলেই রাজনৈতিক দলগুলি শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। কিন্তু ভোট মিটলেই সেই প্রতিশ্রুতিতে কার্যত জল ঢেলে দেওয়া হয়। প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি অসত্য প্রতিশ্রুতি দেয়। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা দখলের লড়াইয়ে হবে ভোটাভুটি। তার আগে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন কলকাতা বিমানবন্দরেও মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। তবে সেখানে তেমনকিছু শব্দ খরচ না করলেও বাগডোগরায় নেমে সাংবাদিকদের করা প্রশ্নে চুপ থাকেননি মমতা। মনে করিয়ে দেন ‘অন্য কোনও রাজ্যের বিষয়ে কোনও মন্তব্য এখন করতে চাই না। নির্বাচনের আগে এমন মন্তব্য করা উচিতও নয়।’
মূলত বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে মহারাষ্ট্রে শিন্ডের জোট সরকার মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে। মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। তবে বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। পাল্টা দিয়েছে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়িও। ভোটের প্রচারে জানানো হয়েছে তাঁরা ক্ষমতায় মহিলাদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন।
সোমবার দুপুরেই বাগডোগরা পৌঁছেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ-সহ অন্যান্যরা। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানান পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে কার্শিয়াং হয়ে সন্ধের কিছুটা আগে দার্জিলিংয়ে পৌঁছে যান তিনি। দার্জিলিংয়ে পৌঁছনো মাত্রই তাঁকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এরপর ভানু ভবনের কাছে গাড়ি থেকে নেমে হেঁটেই রিচমন্ড হিলে পৌঁছন মুখ্যমন্ত্রী।
সোমবার উত্তরবঙ্গে গেলেও মুখ্যমন্ত্রীর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। ওই দিন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি ফিরে আসার কথা। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।