শেষ আপডেট: 7th September 2022 09:24
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এখন পড়াশুনা মানেই বাবা- মায়েদের চিন্তা হয়ে দাঁড়ায়, স্কুলের বেতন থেকে শুরু করে প্রাইভেট শিক্ষকের বেতন। তবে যদি শোনা যায় বাংলায় এমন স্কুল আছে যার বেতন মাত্র এক টাকা! কী অবাক হলেন? অবাক হওয়ার মতোই শোনালেও বাস্তবে এমন স্কুল আছে বাংলায়। নয় নয় করে ১৭ বছর ধরে এলাকার দুঃস্থ পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে পশ্চিম বর্ধমানের (West Bardhaman School) ডিসেরগড় একতা প্রাইমারি স্কুল।
এই মুর্হূতে স্কুলে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী রয়েছে। নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করানো হয় সেখানে। পরে স্কুল কর্তৃপক্ষই ছাত্রছাত্রী অন্যত্র উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেয়।
যদিও এখনও সেখানে মিড- ডে মিলের ব্যবস্থা নেই। তবু পড়াশোনা করতে প্রতিদিন স্কুলে ছুটে আসে এলাকার ছেলে মেয়েরা। দেখে ভবিষ্যত গড়ার স্বপ্ন।
স্কুলের প্রধান শিক্ষক বিকাশ প্রসাদ জানিয়েছেন, ওড়িশার বাসিন্দা ওয়াসিম আখতার কুরেসি এই স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি মারা যাওয়ার পর স্কুলের সমস্ত দায়িত্ব নিয়েছে এলাকার শেরশাহ বাবা মাজার কমিটি। শুধুমাত্র সাম্মনিক হিসাবে অভিভাবকদের কাছ থেকে এক টাকা বেতন নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এই সহযোগিতা পেয়ে এলাকার মেয়েরাও এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।
ঘরের সিলিংয়ে পেঁচিয়েছিল দশ ফুটের কিং কোবরা! ময়নাগুড়িতে হুলস্থূল কাণ্ড